Saturday, December 29, 2018

মহানবী (সঃ) কে অবমাননা নয় জানিয়ে রুল জারি।

মহানবী (সঃ) কে অবমাননা নয় জানিয়ে রুল জারি।

ছবি: ইপিএ
মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কোনোরকম কটূক্তি না করতে রুল জারি করেছে ইইউ আদালত।
বৃহস্পতিবার ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস (ইসিএইচআর) এ রুল জারি করে। সূত্র: ডেইলি সাবাহ
২০১১ সালের করা এক অস্ট্রিয় নারীর অভিযোগের বিচারের রায়ে নবী মুহাম্মদ (স.) কে কোনোরুপ অপমানজনক বক্তব্য দেয়া যাবে না সমর্থন জানিয়ে এই রুল জারি করে তারা।
এ মর্মে ইসিএইচআর জানায়, ইসলামের নবীকে নিয়ে কুটূক্তি কোনোমতেই কারও বাকস্বাধীনতার মধ্যে পড়েনা।
উল্লেখ্য, ২০০৯ সালে ‘বেসিক ইনফরমেশন অন ইসলাম’ শীর্ষক সেমিনারে নবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তি করেছিলেন এক অস্ট্রিয় নারী।
ধর্মীয় আদর্শকে অবমাননা ও উদ্দেশ্যমূলকভাবে ধর্মীয় শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার চেষ্টার অভিযোগে ২০১১ সালে ফেব্রুয়ারিতে ওই নারীকে ৪৮০ ইউরো (সাড়ে ৫শ’ ডলার) অর্থদণ্ড দেয় অস্ট্রিয়ার আদালত।
ওই নারী এর বিপক্ষে অস্ট্রিয়ার নিম্ন ও উচ্চ আদালতে যান। কিন্তু সেখানে আদালত তার অভিযোগ গ্রহণ না করায় তিনি ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস (ইসিএইচআর) এ অভিযোগ করেন।
ওই নারীর অভিযোগ দীর্ঘ সময় বিচার বিশ্লেষণের পর ইইউ আদালত বৃহস্পতিবার ওই নারীর বিরুদ্ধে রায় ঘোষণা দেয়।
এর আগে ধর্মীয় ব্যাক্তিত্বকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা এবং সাম্প্রদায়িকতা ছড়ানোর পক্ষের কোনো অভিযোগ পেলে আদালত পদক্ষেপ নেবে বলে সিদ্ধান্ত জানিয়েছিল অস্ট্রিয়ার আদালত।
সে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইসিএইচআর জানায়, অন্য ধর্মের অনুসারীদের অনুভূতি সুরক্ষিত রাখতে ও ধর্মীয় শান্তি সংরক্ষণের লক্ষ্যে এ রুল জারি করা হয়েছে।
প্রসঙ্গত, ইউরোপের দেশ অস্ট্রিয়ায় মোট জনসংখ্যা ৮.৮ মিলিয়ন, যেখানে ৬ লাখ মুসলিম অধিবাসী রয়েছেন।
মূত্রথলি ক্যান্সার কারন এবং প্রতিকার

মূত্রথলি ক্যান্সার কারন এবং প্রতিকার

বেশির ভাগ ক্ষেত্রে মূত্রথলির ক্যান্সারের কোনও লক্ষন আগে থেকে চেনা যায় না। অধিকাংশ ক্ষেত্রেই এই রোগ একদম শেষ পর্যায়ে গিয়ে ধরা পড়ে। 
গোটা বিশ্বে ফুসফুসের ক্যান্সারের পর মূত্রথলির ক্যান্সারেই সবচেয়ে বেশি সংখ্যক পুরুষের মৃত্যু হয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক পর্যায়ে এই রোগ ধরা পড়লে রোগীকে বাঁচানো সম্ভব।
মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাবামা বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডঃ সোরোস রাইস বাহরামি জানান, সাধারণত পুরুষদের বয়স ৫০ পার হলে মূত্রথলির ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে। বিশেষ ধরনের রক্ত পরীক্ষার মাধ্যমে মূত্রথলির ক্যান্সার নির্ধারণ করা হয়। অধ্যাপক বাহরামি জানান, রক্তে পিএসএ-র মাত্রা সাধারণত ১ থেকে ৪-এর মধ্যেই থাক। তবে এর বেশি হলেই মূত্রথলির ক্যান্সার হয়েছে এটা ভাবা যাবে না। বরং এর সঙ্গে ডিজিটাল রেক্টাল টেস্ট করাতে হবে। এই টেস্টে মূত্রথলির কোনও রকম স্ফীতি বা ফোলা ভাব লক্ষ্য করলে বায়োপ্সি করানো জরুরি। তাহলে মূত্রথলির ক্যান্সারের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

মূত্রথলির ক্যান্সারের কিছু উপসর্গ রয়েছে। যেমন-
১. প্রস্রাবের সময় যদি সমস্যা হয় বা মূত্রত্যাগের গতি কমে যায়, সে ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। এ ধরনের সমস্যা মূত্রনালীর সংক্রমণের কারণেও হতে পারে।
২. প্রস্রাবের রং স্বাভাবিকের থেকে গাঢ় হলে, মূত্রত্যাগের সময় তলপেটে ব্যথা বোধ করলে চিকিৎকসকের পরামর্শ নেয়া উচিত।
৩. প্রস্রাবের সময় যদি রক্ত বের হয় বা কোনও রকম ব্যথা বা জ্বালা অনুভূত হয় তাহলে বিশেষজ্ঞর কাছে যাওয়া প্রয়োজন।
৪. হাড়ে ব্যথা বিশেষ করে মেরুদণ্ড বা কোমরে তীব্র ব্যথা হলে সেটাও মূত্রথলির ক্যান্সার হতে পারে।  
এ ছাড়াও তলপেটে অসহ্য যন্ত্রণা, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি মূত্রথলির ক্যান্সারের অন্যতম লক্ষণ। 
সূত্র : জি নিউজ

Friday, December 28, 2018

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন প্রশ্ন ২০১৮

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন প্রশ্ন ২০১৮

আজকের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের MCQ পরীক্ষার প্রশ্ন ২০১৮। সমাধান লাগলে কমেন্ট করতে পারেন।  

বাংলাদেশ ট্যারিফ কমিশন ২০১৮ প্রশ্ন সমাধান।

বাংলাদেশ ট্যারিফ কমিশন ২০১৮ প্রশ্ন সমাধান।


বাংলা সমাধানঃ 

১. তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসের রচয়িতা কে?
-আলাউদ্দিন আল আজাদ
২.লাজ শব্দটি কোন পদ?
-বিশেষ্য  
৩.  জলৌকা সন্ধি বিচ্ছেদ হবে-
- জল + ওকা
৪. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
-চন্দ্রাবতী
৫. কোনটি শরৎচন্দ্রের উপন্যাস নয়-
- চার অধ্যায়
৬.  গিন্নি কোন শ্রেণির শব্দ?
-অর্ধ-তত্সম
৭.  যোগরূঢ় শব্দ কোনটি?
-জলদ
 ৮.কোন টি বিটপি শব্দের সমার্থক শব্দ নয়?
-তৃণ
৯. প্রাচী শব্দের বিপরীত শব্দ কোনটি?
- প্রতীচী
১০. কোন বানানটি শুদ্ধ?
-শাশ্বত
 ১১.  সিংহাসন শব্দটি কোন সমাসের উদাহরণ?
- কর্মধারয়
১২. যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ,  সুতরাং তুমি প্রথম হবে এটি একটি-
 - জটিল বাক্য
১৩.সমকাল পত্রিকার প্রথম সম্পাদকের নাম?
-সিকান্‌দার আবু জাফর
১৪. কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না-
-ক্রিয়া
১৫. বাংলা ভাষায় প্রথম সার্থক মহাকাব্য-
- মেঘনাবধ কাব্য
১৬. ভাষা আন্দোলনের উপর রচিত জহির রায়হানের গ্রন্থটির নাম?-
আরেক ফাল্গুন
১৭.  ফৌজদারি শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
-ফারসি
১৮. নুরুলদীনের সারাজীবন কোন ধরনের রচনা?
-নাটক
১৯.  বর্ণমালায় মাত্রাহীন বর্ণ গুলোর মধ্যে কতটি ব্যঞ্জনবর্ণ
- ৬টি
২০ কোনটি তৎসম শব্দ-
২১. বাংলাদেশের গ্রাম থিয়েটারের প্রবর্তক কে
-সেলিম আল দীন
২২.  পূর্ববঙ্গ গীতিকার লোকপালা  সমূহের সংগ্রাহক কে
-চন্দ্রকুমার দে
২৩.  বিষ্ময়াপন্ন  সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি-
২৪.  কোন বাক্যটি সঠিক-
২৫.  ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এর রচিত উপন্যাস কোনটি
-চিলেকোঠার সেপাই

English:

২৬. Synonym of Random? Arbitrary
২৭. Plural form of appendix? Appendices
২৮. He walks as if he —–lame. Ans: Were
২৯. Find out the collective noun of the following? Army
৩০. Cohesion and Coherence is essential in? Paragraph
৩১. “to err is human; to forgive, divine” is written by? Alexander Pope
৩২. How many parts there in a letter? Four
৩৩. He assisted me —-answering the question. Ans: in
৩৪. He is the (bad) boy in the class. Ans: Worst
৩৫. Differentiate is a? Verb
৩৬. Choose the correct sentence: Please listen to my advice.
৩৭. Don’t waste your time. (passive voice) -let your time not be wasted
৩৮. What is the meaning of the word ‘Habeas corpus’? Fundamental rights of a prisoner
৩৯. Which of the following sentence is not correct?
Incorrect: Since we were late, so we decided to go by taxi.
৪০. Pros and cons means? a) advantages and disadvantages b) Merits and demerit c) good and bad
Ans: d) All
৪১. The boy reads a book.What kind of verb read in the sentence is? Ans: Principle verb
৪২. A person who writes about his own life is? Ans: Autobiography
৪৩. None but the brave deserve the fair. In this sentence but is? Ans: preposition
৪৪. Choose the correct use of suffix er? operater
৪৫. I don’t commit myself to comment deeply —this affair. Ans: on
৪৬. Choose the correct  sentence: I saw her enter the room.
৪৭. “A rolling stone gathers no moss” The complex form of the sentence is: A stone that rolls gathers no moss.
৪৮. Which word of the following is singular? formula
৪৯. Which of the following is not a poetic tradition? The Comic
৫০. He worked “with all sincerity”. the underlined phrase “with all sincerity” is: An adverbial phrase

সাধারণ বিজ্ঞান ,  গণিত , মানুষিক দক্ষতাঃ
৫১. ডাইনামো
৫২.
৫৩. বায়ুর চাপ কম
৫৪. রক্ত রসে
৫৫. কে
৫৬. ক্লোরোপিকরিন
৫৭. ১০৭
৫৮.  MN+1
৫৯. অমূলদ সংখ্যা
৬০.
৬১. ৩০৮
৬২. ৫জন
৬৩. ৭০
৬৪.
৬৫.
৬৬. ১০
৬৭.
৬৮.
৬৯.
৭০. Coat
৭১. C
৭২. D
৭৩.
৭৪.
৭৫.


৭৬. বাংলাদেশের সরকারি ইপিজেড কয়টি- ৮টি


৭৭. বাংলাদেশে বেশি রপ্তানি করে-  চীন  
৭৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধে পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রটির নির্মাতা কে- আলমগীর কবির
৭৯.ঐতিহাসিক ২১  দফা দাবির প্রথম দাবি কি ছিল- বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
৮০.  বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে- ডাচ বাংলা ব্যাংক
৮১.  বাংলাদেশের কোন জাতীয় সংসদ প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়-সপ্তম
৮২. বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা নির্ধারিত মামলার রায় হয় কবে-
৮৩. রাজসিক বিহার ভাস্কর্য কোথায় অবস্থিত-হোটেল রূপশী বাংলা এর সামনে
৮৪.  নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার এর প্রতিষ্ঠাতা কে-ধর্মপাল
৮৫.  প্রাচীনকালে সমতট বলতে বাংলা কোন অঞ্চল কে বুঝানো হয়- বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
৮৬.  কোন উৎস থেকে বাংলাদেশ সরকার সর্বোচ্চ রাজস্ব আয় করে-মূল্য সংযোজন কর
৮৭. লালবাগ কেল্লায় কার সমাধি আছে- শায়েস্তা খানের কন্যা পরীবিবি
৮৮. কোন দেশ জাতিসংঘের স্থায়ী সদস্য নয়- কানাডা
৮৯.  এজেন্ডা 21 দ্রুত হয় কোন সম্মেলনে-রিও ডি
৯০. 2018 সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের মাসকট কি ছিল-জাবিভাকা
৯১. হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশ ভিত্তিক সংগঠন-মার্কিন যুক্তরাষ্ট্র
৯২. জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়-সানফ্রানসিস্কোতে
৯৩.  নিচের কোন রাষ্ট্র  সার্বভৌমত্বহীন -  ফিলিস্তিন
৯৪.    হরপ্পা   মহেঞ্জোদারো  কোন সভ্যতা হিসেবে পরিচিত- সিন্ধু
৯৫.NATO  কোন ধরনের জোট- সামরিক
৯৬.  Fair FAX কি- একটি গোয়েন্দা সংস্থা
৯৭. কোনটি বিশ্বব্যাংকের অঙ্গসংগঠন নয়-IMF
৯৮.  বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে-শ্রীমাভো বন্দরনায়েক
৯৯. বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি-নালন্দ
১০০.  ব্লাক সেপ্টেম্বর কি-  গেরিলা সংস্থা
অবস্থান নির্ণয়ের সর্বাধুনিক প্রযুক্তি GPS.বিস্তারিত পড়ুন।

অবস্থান নির্ণয়ের সর্বাধুনিক প্রযুক্তি GPS.বিস্তারিত পড়ুন।

প্রযুক্তি বিশ্বের তাক লাগানো এক আবিষ্কার, জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম এর নাম হয়তবা আপনি এরমধ্যেই শুনেছেন। অনুসন্ধানী মানুষ কবুতরের মস্তিষ্কের গঠন থেকে এই আশ্চর্য জিনিস আবিস্কার করেছে। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় ১৯৭৭ সালে জিপিএস প্রযুক্তি আবিষ্কার করে। শুরুতে এর ব্যবহার একেবারেই সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল। পরে সাধারন মানুষের ব্যবহারের জন্য এই প্রযুক্তি উন্মুক্ত করে দেয়া হয়।

জিপিএস (GPS) কি?

জিপিএস (GPS) একটি কৃত্রিম উপগ্রহভিত্তিক যোগাযোগ ব্যবস্থা। যেকোনো আবহাওয়াতে সময়ের সাথে পৃথিবীর যেকোনো স্থির বা চলমান বস্তুর অবস্থান নির্ণয় করা এর প্রধান কাজ। জিপিএস এক ধরনের একমুখী যোগাযোগ ব্যবস্থা, এর ব্যবহারকারীরা উপগ্রহ থেকে পাঠানো সঙ্কেত শুধুমাত্র গ্রহণ করতে পারে কিন্তু নিজেরা উপগ্রহে সঙ্কেত পাঠাতে পারে না। আবিষ্কারের পরে মার্কিন সামরিক বাহিনী ও সামরিক পরিদপ্তর ধাপেধাপে এর উন্নয়ন ও ক্ষমতা বৃদ্ধি করে। মার্কিনীরা ১৯৯৫ সালে ২৪টি স্যাটেলাইটের সমন্বয়ে সৃষ্ট নেটওয়ার্ককে পৃথিবীর সব জায়গা থেকে ব্যবহারযোগ্য একটি স্বয়ংসম্পূর্ণ সিস্টেম হিসেবে ঘোষণা করে। অ্যামেরিকার হাওয়াইতে স্থাপিত স্যাটেলাইট ট্রেকিং ষ্টেশন থেকে মার্কিন সামরিক বাহিনী এই স্যাটেলাইটগুলোর নিয়ন্ত্রন করে থাকে। ভূপৃষ্ঠ থেকে প্রায় বিশ হাজার উচ্চতায় এইসব স্যাটেলাইট ৬টি অরবিটে দিনে দুবার করে পৃথিবীকে প্রদক্ষিণ করছে।

জিপিএস (GPS) কিভাবে কাজ করে?

ছয়টি অরবিট এমনভাবে সাজানো হয়েছে যাতে পৃথিবীর যেকোন জায়গা থেকে যে কোন সময় কমপক্ষে চারটি স্যাটেলাইট দৃশ্যমান হয় সাধারনভাবে। স্যাটেলাইটগুলো প্রতিনিয়ত দুধরনের সংকেত প্রেরণ করছে যেমন L1 ও L2। L1 হচ্ছে বেসামরিক ব্যবহারের জন্য, যার ফ্রিকোয়েন্সী ১৫৭৫.৪২ মেগাহার্জ। এই সংকেতের জন্য প্রয়োজন লাইন অফ সাইট। অর্থাৎ যোগাযোগের সময় স্যাটেলাইট ও রিসিভারের মাঝখানে কোন প্রতিবন্ধকতা থাকবে । স্যটেলাইট থেকে সংকেতগুলো আসে আলোর গতিতে, প্রতিটি সংকেতে এর সেন্ডিং টাইম লেখা থাকে।
জিপিএস (GPS) কিভাবে কাজ করে?
জিপিএস (GPS) কিভাবে কাজ করে?
এই সংকেত গুলো গ্রহন এবং প্রক্রিয়াজাতকরণ করা হয় জিপিএস রিসিভারের মাধ্যমে। জিপিএস রিসিভারে আসা সংকেতটির রিসিভিং টাইম থেকে সেন্ডিং টাইম বিয়োগ করে সিগন্যালের রানটাইম নির্ণয় করা হয়। রানটাইমকে তিন লক্ষ দিয়ে গুণ করলে রিসিভার থেকে স্যাটেলাইটটির দুরত্ব জানা যায়। এভাবে চারটি স্যাটেলাইটের দূরত্ব নির্ণয় করে রিসিভার প্রতিটি স্যাটেলাইটের পজিশনকে কেন্দ্র করে, প্রতিটির দূরত্বকে এর ব্যাসার্ধ বিবেচনা করে চারটি ত্রিমাত্রিক বৃত্ত আকা হয়।
আদিকালে মানচিত্র, কম্পাস, স্কেল ইত্যাদি দিয়ে মেপে ও অক্ষাংশ-দ্রাঘিমাংশের সাহায্যে ভূপৃষ্ঠের কোন বস্তু বা স্থানের অবস্থান নির্ণয় করা হত। এইসব পদ্ধতি খুব নিখুঁত ছিল না স্বাভাবিকভাবেই। বর্তমানে জিপিএসের মাধ্যমে চমৎকারভাবে আগেরকার খুঁতগুলো কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।
ধরুন আপনি বাংলাদেশের কোন জায়গায় হারিয়ে গেলেন এবং আপনি জায়গাটির নাম জানেন না, আশপাশ চেনেন না। আপনি ঠিক করতে পারছেন না কোনদিকে যাবেন, কি করবেন। এসময় A নামে একজন লোকের দেখা পেলেন তারও আপনার দশা। তবে তার কাছে বাংলাদেশের একটা মানচিত্র আছে কিন্তু তা কোন কাজে আসছে না আপনাদের কারোরই। কারণ আপনারা কোন জায়গায় আছেন তা যদি জানতেন তাহলে তো মানচিত্র দেখে আশেপাশের শহর কোনটি, কোনদিকে যেতে হবে, কতদূর যেতে হবে –এইসব প্রশ্নের উত্তর নিমিষেই খুঁজে পেতেন।
এইসময় X, Y, Z নামে তিনজন সাহায্যকারীর দেখা পেলেন আপনারা । X বলল আপনারা ঢাকা থেকে ১২০ কিলোমিটার দূরে আছেন, কিন্তু ঢাকার কোনদিকে আছেন তা তিনি বলতে পারেননি। A তার মানচিত্রে ঢাকাকে কেন্দ্র করে ১২০ কিলোমিটারকে ব্যাসার্ধ মেনে একটি বৃত্ত আকলেন । ফলে যেসব জায়গার উপর দিয়ে বৃত্তের পরিধিটি আকা হয়েছে সেসব জায়গার কোন একটিতে আপনারা আছেন, এতটুকু বলা যায়। Y বললেন আপনারা বরিশাল থেকে ১৮০ কিলোমিটার দূরে আছেন, তিনিও কোন দিক জানাতে পারলেন না । A তার মানচিত্রে বরিশালকে কেন্দ্র করে ১৮০ কিলোমিটারকে ব্যাসার্ধ মেনে আরও একটি বৃত্ত আকলেন। কিন্তু একই সাথে X ও Yএর তথ্যকে সঠিক হিসেবে নিলে আপনাদের অবস্থান জামালপুর অথবা ময়মনসিংহের কোন একটি জায়গায় হবে। কারণ বৃত্ত দুটি পরস্পরকে এ দুটি জায়গায় ছেদ করেছে, যা বাস্তবে তো সম্ভব নয়। গাণিতিক ও জ্যামিতিক হিসাবে শুধুমাত্র এ দুটি জায়গা থেকেই ঢাকার দুরত্ব ১২০ ও রংপুরের দুরত্ব ১৮০ কিলোমিটার। এবার Z বললেন আপনারা সিলেট থেকে ১৭০ কিলোমিটার দূরে আছেন। A তার মানচিত্রে আবার সিলেটকে কেন্দ্র করে ১৭০ কিলোমিটার ব্যাসার্ধ মেনে একটি বৃত্ত আকল। এই নিয়মে আমরা দেখতে পাচ্ছি বৃত্ত তিনটি পরস্পরকে শুধু একটি বিন্দুতে ছেদ করেছে, সেটি হল শরীয়তপুর। তিনটি বৃত্তের ছেদবিন্দু থেকে X, Y এবং Z তিনজনের তথ্যই সঠিক সেটা বোঝা গেল।
তিনটি বৃত্তের ছেদবিন্দু
তিনটি বৃত্তের ছেদবিন্দু
এখন আমরা এভাবে বলতে পারি যে, X, Y এবং Z নামের তিনটি স্যাটেলাইট থেকে প্রেরিত বিশেষ তথ্য A নামের GPS রিসিভার গ্রহণ করে গাণিতিক ও জ্যামিতিক হিসাবের মাধ্যমে ডিজিটাল মানচিত্রে আপনার বর্তমান অবস্থানটি উল্লেখ করার যে পদ্ধতি বা প্রযুক্তি তারই পূর্ণনাম গ্লোবাল পজিশনিং সিস্টেম বা সংক্ষেপে জিপিএস। আপনার স্মার্টফোনের সাহায্যেই এই চমৎকার সেবা সম্পর্কে জানতে পারেন, এখনই!
পৃথিবী গোল কেন?জেনে নিন।

পৃথিবী গোল কেন?জেনে নিন।

বিজ্ঞান বলে, মহাবিস্ফোরণের মাধ্যমে একদিন এই মহাবিশ্বের জন্ম হয়েছিল। প্রথমে মহাবিশ্বের তাপমাত্রা ছিল বিশাল। বিস্ফোরণের পর মহাবিশ্ব দ্রুত প্রসারিত হয়। তত এর তাপমাত্রা কমতে থাকে। তাপমাত্রা কমার পর প্রথমেই সৃষ্টি বস্তুকণা। কোয়ার্ক, প্রোটন, ইলেক্ট্রন, নিউট্রন, নিউট্রোনো ইত্যাদি। কণাগুলো সৃষ্টি হওয়ার পর ওদের ভেতর আকর্ষণ বল ক্রিয়া করে। এই আকর্ষণ বল হলো মহাকর্ষ বল ও দুর্বল নিউক্লিয় বল। বস্তুকণা পরস্পরের কাছাকাছি আসতে শুরু করে। তাপমাত্রা তখনও কমছে। ফলে বস্তুকণাগুলো আরও কাছাকাছি আসার সুযোগ পায়। কণাগুলো যত কাছাকাছি আসে, তাদের ভেতর আকর্ষণ বলও তত শক্তিশালী হয়। ফলে ইলেক্ট্রন, প্রোট্রোন আর নিউট্রন মিলে জন্ম হয় গ্যাসীয় পরমাণুর। কাছাকাছি পরমাণুগুলোর মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে। ফলে ঘন হতে শুরু করে গ্যাসীয় পরমাণুগুলো। 
ধীরে ধীরে মহাশূন্যের বিভিন্ন স্থানে গ্যাসের পরমাণুগুলো যুক্ত হয়ে তৈরি করে বিরাট গ্যাসের গোলক। বিশাল তাপমাত্রার গোলক। এই গোলকগুলো হলো একেকটা নক্ষত্র। তারপর নক্ষত্রগুলোর ভেতরের তাপমাত্রা কমতে শুরু করে। নক্ষত্রগুলোর ভেতর নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে জ্বলে নক্ষত্রগুলো। সেসময় অনেক ছোট ছোট গ্যাস পিন্ডেরও জন্ম হয়। সেগুলো তাপমাত্রা কমতে কমতে একসময় গ্যাসীয় পরমাণুগুলো ঠান্ডা হয়ে কঠিন পদার্থে পরিণত হয়। তৈরি হয় গ্রহ। তেমনই এক গ্রহ হলো আমাদের এই পৃথিবী। কিন্তু প্রশ্ন হলো পৃথিবী গোল কেন? বাঁকাও তো হতে পারত?
পারত। কিন্তু হয়নি। কারণ, গ্যাসীয় পরণুগুলো যত আসার সময় এর একটা পরমাণুর চারপাশে অংসংখ্য পরমাণু ভিড় করে। ফলে গোলাকার আকৃতি পায়। সেই পরমাণু গোলককে ঘিরে আরও অনেক পরমাণু ভিড় করে। ফলে গোলকটা আরও বড় হয়। এভাবে এক সময় বিরাট গোলক তৈরি হয়। ফলে নক্ষত্রগুলো হয় গোলাকার। আবার ছোট গ্যাসপিন্ডগুলো ঠান্ডা হলে ও ওদের আকার গোলই থাকে। অন্য সহ-উপগ্রহ নক্ষত্রের মতো পৃথিবীও গোলাকার।
অক্সফোর্ড ডিকশনারির সেরা শব্দ TOXIC.

অক্সফোর্ড ডিকশনারির সেরা শব্দ TOXIC.

টক্সিক বা বিষাক্ত এটিই এবছর অক্সফোর্ড ডিকশনারির বছরের সেরা শব্দ হিসেবে  নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) অক্সফোর্ড ডিকশনারির টুইটার পেজে এ তথ্য জানানো হয়।
অক্সফোর্ড ডিকশনারির টুইটার পেজে বলা হয়েছে, বৈচিত্রময় ব্যবহারের কারণেই সেরার তালিকায় উঠে এসেছে শব্দটি। বিভিন্ন পরিস্থিতি, ঘটনা ও বিষয়কে বর্ণনা করতে শব্দটি ব্যবহার করা হয়েছে।
অক্সফোর্ড ডিকশনারি বলছে, এত দিন শুধুমাত্র পরিবেশ ও স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় ব্যবহৃত হলেও বর্তমানে রূপক অর্থে টক্সিক শব্দটি নতুন মাত্রা পেয়েছে। তাদের মতে, এবছর সবচেয়ে বেশী সংখ্যক লোক বিভিন্ন অবস্থা বর্ণনা করতে শব্দটি ব্যবহার করেছে। সংস্কৃতি, সম্পর্ক, হতাশা, কর্মক্ষেত্র এমনকি স্কুলকে বর্ণনা করতেও টক্সিক শব্দটি ব্যবহৃত হয়েছে।
অক্সফোর্ড ডিকশনারির মতে, বর্তমানের বহুল আলোচিত মি টু আন্দোলনের ফলে ‘টক্সিক মাসকুলিনিটি’ বা ‘বিষাক্ত পৌরুষ’ আমাদের সামনে উন্মোচিত হয়েছে। আবার রাজনীতিতে বিভিন্ন ব্যক্তিত্ব, পলিসি, এজেন্ডা টক্সিক হিসেবে বর্ণিত হয়েছে। বিভিন্ন পরিস্থিতি ব্যবহৃত হওয়ার যে অভাবনীয় ক্ষমতা শব্দটির রয়েছে সেটিই একে সেরা শব্দ করেছে।
মাটির নিচে ১৬ তলা হোটেল

মাটির নিচে ১৬ তলা হোটেল

চীনের সাংহাই শহরের কাছে সংজিয়াং জেলার খনি অঞ্চলে একটি ২১ তলা হোটেল হচ্ছে। হোটেলটির ১৯ তলাই মাটির নিচে  থাকবে। আর উপরে থাকবে মাত্র দুটি তলা।
ওই খনি এলাকার চিত্র সম্পূর্ণ পাল্টে গিয়েছে। অনবরত মেশিনের শব্দ আর কালো ধোঁয়ায় জ্বালাতন থেমেছে। আনাগোনা নেই শ্রমিকদেরও। ওই এলাকার আশেপাশে শ্রমিকরা বসবাস করতেন।
 ২০১৮-র মে মাস থেকেই চালু হয়ে গিয়েছে এই হোটেল।  আর এখন  রুক্ষ এই খনি অঞ্চল হয়ে উঠবে  আরও মনোরম ও মনোমুগ্ধকর। সবকিছু ঠিকঠাক থাকলে বিলাসবহুল এই অভিনব হোটেলে নিয়মিত ছুটি কাটাতে আসবে পর্যটকেরা। এমন্টাই মনে করছেন কর্তৃপক্ষ। 
এই হোটেলের নির্মাণকাজ শুরু হয়েছে ২০১৩ সালের নভেম্বরে। হোটেলটির বৈশিষ্ট্য শুনলে আপনি অবাক হবেন। কারণ, হোটেলের পুরোটাই মাটির নিচে । ভূ-পৃষ্ঠ থেকে ১০০ মিটার গভীর খনির ৮০ মিটার নিচে  পর্যন্ত ছড়িয়ে রয়েছে হোটেলটি। হোটেলের বেশ কিছুটা অংশ রয়েছে জলের নিচে ও। আর এটাই এই হোটেলের প্রধান আকর্ষণ। ব্রিটিশ সংস্থা আটকিনস্ এই হোটেলের নকশা বানিয়েছে।
হোটেলটির নামেই অবশ্য তার বৈশিষ্ট্যের আভাস পাওয়া যায়। হোটেলটির নাম দেওয়া হয়েছে ‘ডিপ পিট হোটেল’। ২১ তলা হোটেলের ১৭টি ফ্লোর মাটির নিচে, দু’টি ফ্লোর পানির তলায় এবং দু’টি ফ্লোর মাটির উপরে।
হোটেলটিতে সব মিলিয়ে পর্যটকদের জন্য ৩৮৩টি রুম রয়েছে। হোটেলের মাঝখানে কাচের তৈরি কৃত্রিম জলপ্রপাত রয়েছে। হোটেলের নিচে দাঁড়িয়ে উপরে তাকালে মনে হবে, ঠিক যেন পাহাড়ের গা বেয়ে ৮০ ফুট নিচে গভীর খাদে নেমে আসছে জলপ্রপাতটি।
হঠাৎ খনিকে বিলাসবহুল হোটেলে পরিণত করা হল কেন? আগে পুরোমাত্রায় সচল থাকলেও বিগত কয়েক বছর ধরে পরিত্যক্তই ছিল ওই খনি এলাকাটি। সে কারণেই এই সিদ্ধান্ত চীনের।

Thursday, December 27, 2018

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর



০১. আগুন কী?
উওর- সাধারণত বাতাসের অক্সিজেনের সাথে জ্বালানির কার্বন ও হাইড্রোজেনের মিলনে সৃষ্ট এক বিশেষ রাসায়নিক বিক্রিয়া হলো আগুন।তাপ ও আলোর মাধ্যমে এ রাসায়নিক বিক্রিয়া শক্তিকে প্রকাশ বা মুক্ত করে।

০২.  Dark Web বলতে কী বোঝায়?
উত্তরঃ- Dark web হলো প্রচলিত ওয়েব পেজ থেকে কিছুটা আলাদা ওয়েব পেজ, যা লুকানো অবস্থায় থাকে।

০৩. জাতীয় পতাকা আয়াতাকার নয়, এমন দেশের নাম কী?
উত্তরঃ- "নেপালই" বিশ্বের একমাত্র দেশ যার জাতীয় পতাকা আয়তাকার নয়,যুক্ত ত্রিভুজাকার।

০৪.অলিম্পিক গেইমসের প্রবর্তক কে?
উত্তরঃ- অলিম্পিকের জন্ম আজও মানুষের কাছে একটি রহস্য এবং কিংবদন্তি। তবে প্রচলিত ধারণা মতে, গ্রিক দেবতা জিউস ও তার ছেলে হারকিউলিসকে এ অলিম্পিক গেইমসের প্রবর্তক মনে করা হয়।

০৫.জাহেরাইট কী?
উত্তরঃ-অ্যালুমিনিয়ামের একটি জটিল ধরনের সালফেট হলো জাহেরাইট। ১৯৭৭ সালে পাকিস্তানের পান্জাব প্রদেশের লবণ অধ্যুষিত পাহাড়ি এলাকায় বাংলাদেশি বিজ্ঞানী মোহাম্মদ আবদুল জাহের এ খনিজটি (আকরিক) আবিষ্কার করেন।

০৬.বিটকয়েন কী?১ বিটকয়েন সমান কত টাকা?
উত্তরঃ- ক্রিপ্টোগ্রাফিক প্রটোকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা হলো বিটকয়েন।এটা লেনদেনে কোনো প্রতিষ্টান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ১বিটকয়েন সমান ১১,৩৫,৯৪৬.৯৯ টাকা(জানুয়ারি ২০১৮)।

০৭.হলুদ সাংবাধিকতা বা Yellow Journalism বলতে কি বুঝ?
উত্তরঃ- উদ্দেশ্যেপ্রনোদিতভাবে ভিত্তিহীন রোমান্সকর সংবাদ পরিবেশনই হলুদ সাংবাদিকতা বা Yellow Journalism । 

Wednesday, December 26, 2018

সাম্প্রতিক কিছু MCQ

সাম্প্রতিক কিছু MCQ


ছাত্র/ছাত্রীদের জানার সুবিধার জন্য কিছু সাম্প্রতিক এমসিকিউ দেওয়া হলো।

১.একাদশ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?
--- ৩০শে ডিসেম্বর ।

২. ১৩ নভেম্বর ২০১৮ বাংলাদেশের সিভিল সার্ভিসের (BCS) কোন ক্যাডারটি বিলুপ্ত করা হয়? --- ইকনমিক।

৩. বাংলাদেশ সিভিল সার্ভিসের বর্তমান ক্যাডার সংখ্যা কতটি?
--- ২৬ টি।

৪. তোশাখানা জাদুঘর উদ্ভোধন করা হয় কবে?
---- ১৫ নভেম্বর ২০১৮।

৫. বর্তমানে দেশে কার্যক্রম শুরু করা সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
---- ৪৫টি।

৬. বর্তমানে দেশে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতটি?
--- ১০টি।

৭. বর্তমানে দেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি?
---- ৪টি।

৮. বর্তমানে তফসিল ভুক্ত মোট ব্যাংক কতটি?
--- ৫৯টি।

৯. মালদ্বীপের সপ্তম ও বর্তমান প্রেসিডেন্ট কে?
--- ইব্রাহীম মোহামেদ সোলিহ।

১০. EVM এর পূর্ণরুপ কী?
--- Electronic Voting Machine.

১১. কখন কোন দেশে ইভিএমএর প্রথম পদ্ধতি চালু হয়?
--- ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রে।

১২. বিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
--- চীন।

১৩.  Interpol বর্তমান সদস্য সংখ্যা কত?
--- ১৯৪টি।

১৪. টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেটকিপা হিসেবে একাধিক ডাবল সেঞ্চুরি করেন কে?
--- মুশফিকুর রহিম।

১৫. অভিষেক টেস্টে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ৫ উইকেট নেয়ার বিশ্বরেকর্ডধারী কে?
--- নাঈম হাসান(বাংলাদেশ)
                           
১৫ তম শিক্ষক নিবন্ধন ২০১৮

১৫ তম শিক্ষক নিবন্ধন ২০১৮


১৫ তম শিক্ষক নিবন্ধন ২০১৮ এর সার্কুলার প্রকাশিত হয়েছে। ১৫ তম শিক্ষক নিবন্ধন ২০১৮ নিয়ে আমাদের বিশেষ আয়োজনের আজ ১ম পর্ব।আশা করি আপনাদের একটু হলেও সাহায্য করতে পারবো।প্রিয় ভাই/বোন বন্ধুগন আপনাদের যেকোনো সমস্যা আপনারা আমাদের র্নিদিদায় জানাতে পারেন কমেন্ট এর মাধ্যমে।

আজকে আমি ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রীলিমিনারি নিয়ে আলোচনা করবো।

আমরা সকলে জানি প্রীলিমিনারি পরীক্ষা ১০০ মার্কের হয়ে থাকে। আমরা কি জানি ১টা ভুল উত্তর এর জন্য কত মার্ক আমাদের জরিমানা দিতে হয়।হ্যা একটা ভুল উত্তরের জন্য সঠিক হওয়া মার্কের .৫০   কাটা হয়।
তাই সাবধান সঠিক টা ১০০ ভাগ সঠিক হয়ে দাগাবেন।

আজ আমরা প্রীলিমিনারি এর মানবন্ঠন নিয়ে আলোচনা করবো।

     
প্রীলিমিনারী মূলত ৪ টা সাবজেক্ট/বিষয় থেকে হয়ে থাকে।

  1. বাংলা--------------২৫
  2. ENGLISH-------২৫
  3. সাধারণ গণিত----২৫
  4. সাধারণ জ্ঞান-----২৫



আজ এই পর্যন্ত। সবগুলো বিষয়ের উপর মডেল টেস্ট দেওয়া হবে। আমাদের সাথেই থাকুন। 
সময়ের নতুন একক এসে গেলো জেনে নিন।

সময়ের নতুন একক এসে গেলো জেনে নিন।


সময়ের নতুন একক এসে গেছে।ঘন্টা,মিনিট,সেকেন্ডের মতো সময়ের আরেকটি একক খুঁজে নিয়েছে ফেসবুক।

২২জানুয়ারি ২০১৮ ঘোষণা দেয়া নতুন এককটির নাম "ফ্লিক"। এটা ন্যানো সেকেন্ডের ছেয়ে কিছুটা বড়। ১সেকেন্ডের ৭০ কোটি ৫৬ লাখ ভাগের এক ভাগকে " ফ্লিক বলা হচ্ছে।

অন্যদিকে ন্যানো সেকেন্ড হলো ১ সেকেন্ডের ১০০ কোটি ভাগের ১ ভাগ।সময়ের এ এককটি মুলত প্রোগ্রামের সুবিধার জন্য তৈরি করা হয়েছে।

আবিষ্কারক -- ফেসবুক প্রকৌশলী ক্রিস্টোফার হোরভাথ সময়ের এই এককের আবিষ্কর্তা।

Tuesday, December 25, 2018

বিসিএস ১২তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন এবং উওর।

বিসিএস ১২তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন এবং উওর।


12th Bcs examination Question And Answer....
 

1. প্রবল জোয়ারের কারণ ,যখন -

  • সূর্য ও চন্দ্রের পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে
  • চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে
  • পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
  • সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে

Answer : সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে
2. আকাশে বিদ্যুৎ চমকায় -
  • মেঘের অসংখ্য জলকনা /বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে
  • দুই খণ্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে
  • মেঘের মধে বিদ্যুৎ কোষ তৈরি হলে
  • মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে

Answer : মেঘের অসংখ্য জলকনা /বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে
3. হাজার হ্রদের দেশ কোনটি ?
  • নরওয়ে
  • ফিনল্যাণ্ড
  • ইন্দোনেশিয়া
  • জাপান

Answer : ফিনল্যাণ্ড
4. প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?
  • আলাওল
  • সৈয়দ সুলতান
  • মুহাম্মদ খান
  • শাহ্ মুহাম্মাদ সগীর

Answer : শাহ্ মুহাম্মাদ সগীর
5. 'অনল-প্রবাহ' রচনা করেন-
  • সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি
  • মজাম্মেল হক
  • এয়াকুব আলী চৌধুরী
  • মুনিরুজ্জামান ইসলামাবাদি

Answer : সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি
6. ক্রিয়াপদের মূল অংশকে বলে---
  • বিভক্তি
  • ধাতু
  • প্রত্যয়
  • কৃৎ

Answer : ধাতু
7. বটতলার পুঁথি বলতে বোঝায়_
  • মধ্যযুগীয় কাব্যের হস্তলিখিত পাণ্ডুলিপি
  • বটতলা নামক স্থানে রচিত কাব্য
  • দোভাষী বাংলা রচিত পুঁথি সাহিত্য
  • অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য

Answer : দোভাষী বাংলা রচিত পুঁথি সাহিত্য
8. বাস্তিল দুর্গের পতন হয় কত সালে?
  • 1793
  • 1789
  • 1798
  • 1779

Answer : 1789
9. "গম্ভীরা" বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?
  • চট্টগ্রাম
  • জামালপুর
  • রংপুর
  • চাঁপাইনবাবগঞ্জ

Answer : চাঁপাইনবাবগঞ্জ
10. বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায়?
  • জামালপুর
  • ফরিদপুর
  • জামালগঞ্জ
  • হিলি

Answer : জামালগঞ্জ
11. Who is the greatest modern English Dramatist?
  • Verginia Woolf
  • George Bernard Shaw
  • P. B. Shelley
  • S. T. Coleridge

Answer : George Bernard Shaw
12. Who is the modern philosopher who was awarded Nobel Prize for literature?
  • James Baker
  • Dr. Kissinger
  • Bertrand Russell
  • Lenin

Answer : Bertrand Russell
13. Who is the author of 'A Farewell to Arms'?
  • T. S. Eliot
  • John Milton
  • Plato
  • Ernest Hemingway

Answer : Ernest Hemingway
14. Who is the most famous satirist in English literature?
  • Alexander Pope
  • Jonathan Swifts
  • William Wordsworth
  • Butler

Answer : Jonathan Swifts
15. What is the synonym of 'Delude'?
  • Demand
  • Permit
  • Aggravate
  • Deceive

Answer : Deceive
16. what is the noun of the Word 'Waste'?
  • Waste
  • Wasting
  • Wastage
  • Wasteful

Answer : Wastage
17. What is the antonym of 'Queer'?
  • Integrated
  • Orderly
  • Abnormal
  • Odd

Answer : Orderly
18. What is the adjective of the word 'Heart'?
  • Heart
  • Hearten
  • Heartening
  • Heartful

Answer : Heartening
19. What is the verb of the word 'Shortly'?
  • Short
  • Shorter
  • Shorten
  • Shortness

Answer : Shorten
20. Choose the correct sentence:
  • Let he and you be witnesses
  • Let you and him be witnesses
  • Let you and he be witnesses
  • Let you and he be witness

Answer : Let you and him be witnesses
21. Choose the correct sentence:
  • The matter was informed to the police
  • The matter has informed to to the police
  • The police was informed of the matter
  • The police were informed of the matter

Answer : The police were informed of the matter
22. Who, which, what are:
  • Demonstrative pronoun
  • Relative pronoun
  • Reflexive pronoun
  • Indefinite pronoun

Answer : Relative pronoun
23. Choose the correct one:
  • Mispel
  • Misspell
  • Mispell
  • Misspel

Answer : Misspell
24. Fill in the blanks :What is the time ---------- your watch?
  • by
  • in
  • at
  • with

Answer : by
25. Fill in the blinks: “Give my ___to him”.
  • Warm compliment
  • Compliments
  • Best compliment
  • Heartiest compliment

Answer : Compliments
26. “Caesar and Cleopatra” is-
  • A tragedy by Shakespeare
  • A play by G. B. Shaw
  • A poem by Lord Byron
  • A novel by S.T. Coleridge

Answer : A play by G. B. Shaw
27. রূপসী বাংলার কবি-
  • জসীমউদ্দীন
  • জীবনানন্দ দাশ
  • কালিদাস রায়
  • সত্যেন্দ্রনাথ দত্ত

Answer : জীবনানন্দ দাশ
28. এক কথায় প্রকাশ করচন- ‘যা বলা হয় নি;-
  • অউক্ত
  • অব্যক্ত
  • অনুক্ত
  • ব্যক্ত

Answer : অনুক্ত
29. কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত-
  • রাম বসু এবং ভোলা ময়রা
  • এন্টনী ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়
  • সাবিরিদ খান এবং দশরথী রায়
  • আলাওল এবং ভারতচন্দ্র

Answer : এন্টনী ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়
30. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
  • ঠগী
  • পানাস
  • পাঠক
  • সেলামী

Answer : পাঠক
31. বাগধারা যুগলদের মধ্যে কোন জোড় সর্বাধিক সমার্থবাচক?
  • অমাবস্যার চাঁদ; আকাশ কুসুম
  • বক ধার্মিক; বিড়াল তপস্বী
  • রুই-কাতলা; কেউ কেটা
  • বক ধার্মিক; ভিজে বেড়াল

Answer : বক ধার্মিক; বিড়াল তপস্বী
32. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-
  • নাটক
  • ছোটগল্প
  • প্রবন্ধ
  • গীতিকবিতা

Answer : গীতিকবিতা
33. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-
  • ইউসুফ জুলেখা
  • রাসুল বিজয়
  • নুরনামা
  • শবে মেরাজ

Answer : ইউসুফ জুলেখা
34. বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে-
  • চাকু, চাকর
  • খদ্দর, হরতাল
  • চা, চিনি
  • রিক্সা, রেস্তোরাঁ

Answer : চা, চিনি
35. ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ ছিলেন প্রধানত-
  • ভাষাতত্ত্ববিদ
  • সাহিত্যের ইতিহাস রচয়িতা
  • ইসলাম প্রচারক
  • সমাজ সংস্কারক

Answer : ভাষাতত্ত্ববিদ
36. “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়” চরণটি কার রচনা?
  • ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • মধুসূদন দত্ত
  • হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

Answer : রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
37. শুদ্ধ বাক্যটি চিহ্ণিত করন -
  • বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন
  • বিদ্যান ব্যক্তিগ দারিদ্রতার শিকার হন
  • বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন
  • বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন

Answer : বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন
38. কোন বানানটি শুদ্ধ?
  • পাষাণ
  • পাষান
  • পাসান
  • পাশান

Answer : পাষাণ
39. “মোদের গরব মোদের আশা/আ মরি বাংলা ভাষা” রচয়িতা-
  • রামনিধি গুপ্ত
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • অতুল প্রসাদ সেন
  • সত্যেন্দ্রনাথ দত্ত

Answer : অতুল প্রসাদ সেন
40. মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’-
  • মহাকাব্য
  • পত্রকাব্য
  • গীতিকাব্য
  • আখ্যানকাব্য

Answer : পত্রকাব্য
41. ‘রোহিনী’ কোন উপন্যাসের নায়িকা?
  • কৃষ্ণকান্তের উইল
  • চোখের বালি
  • গৃহদাহ
  • পথের প্যাঁচালী

Answer : কৃষ্ণকান্তের উইল
42. নিন্মরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?
  • ঘোড়াকে চাবুক মার
  • ডাক্তার ডাক
  • গাড়ি স্টেশন ছেড়েছে
  • মুষলধারে বৃষ্টি পড়েছে

Answer : ঘোড়াকে চাবুক মার
43. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের -
  • ২ মার্চ
  • ২৩ মার্চ
  • ১০মার্চ
  • ২৫ মার্চ

Answer : ২ মার্চ
44. কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল হয়ে ওঠে 'বাঙ্গালা' নামে ?
  • ফখরুদ্দিন মোবারক শাহ
  • শামসুদ্দিন ইলিয়াস শাহ্‌
  • আকবর
  • ঈসা খাঁন

Answer : শামসুদ্দিন ইলিয়াস শাহ্‌
45. বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গিয়াছে -
  • রানীগঞ্জে
  • বিজয়পুরে
  • টেকেরহাটে
  • বাগালীবাজারে

Answer : বিজয়পুরে
46. "এখানে যারা প্রান দিয়াছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসি নি" - এর রচিয়তা -
  • জহির রায়হান
  • গাফফার চৌধুরী
  • শামসুর রাহমান
  • মাহবুব আলম চৌধুরী

Answer : মাহবুব আলম চৌধুরী
47. মহাস্হানগড় এক সময় বাংলার রাজধানী ছিল , তখন তার নাম ছিল -
  • মহাস্থান
  • কর্ণসুবর্ণ
  • পুন্ড্রনগর
  • রামাবর্তী

Answer : পুন্ড্রনগর
48. শহরের রাস্তার ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-
  • লাল-সবুজ-হলুদ-লাল সবুজ
  • লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ
  • লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
  • লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ

Answer : লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
49. বাংলাদেশের বৃহত্তম হাওড়-
  • পাথরচাওলি
  • হাইল
  • চলন বিল
  • হাকালুকি

Answer : হাকালুকি
50. কেওক্রাডং- এর উচ্চতা প্রায় -
  • ১০১০ মিটার
  • ১২৩০ মিটার
  • ১৫৩০ মিটার
  • ৮৯৩ মিটার

Answer : ১২৩০ মিটার
51. একটি কাঁচা পাটের গাইটের ওজন
  • ৩.৫ মণ
  • ২.৫ মণ
  • ৪.৫ মণ
  • ৫ মণ

Answer : ৪.৫ মণ
52. পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম-
  • ওএইউ
  • আরব লীগ
  • জি.সি.সি
  • ওএএম

Answer : জি.সি.সি
53. মিসর সুয়েজখাল জাতীয়করণ করেছিল-
  • ১৯৫৬ সালে
  • ১৯৫৫ সালে
  • ১৯৫৪ সালে
  • ১৯৫৩ সালে

Answer : ১৯৫৬ সালে
54. শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে,কারণ-
  • সরকারি নির্দেশ
  • দূর থেকে চোখে পড়বে বলে
  • তাপ বিকরণ থেকে বাচাঁর জন্য
  • দেখতে সুন্দর লাগে

Answer : তাপ বিকরণ থেকে বাচাঁর জন্য
55. জাপান পার্ল হারবার অক্রমন করে-
  • ৭ ডিসেম্বর,১৯৪১
  • ২৩ জুন,১৯৪২
  • ৩ ডিসেম্বর,১৯৪২
  • ২৬ জুলাই,১৯৪৩

Answer : ৭ ডিসেম্বর,১৯৪১
56. শাতিল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম-
  • দামেস্ক চুক্তি
  • আলজিয়ার্স চুক্তি
  • কায়রো চুক্তি
  • বৈরুত চুক্তি

Answer : আলজিয়ার্স চুক্তি
57. বার্ষিক পরীক্ষায় একটি ছাএ মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০টির মধ্যে ১৫টির নির্ভুল উত্তর দিল।বাকি যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল।সমস্ত প্রশ্নের মান সমান।যদি ছাএ শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল-
  • ১৫ টি
  • ২০ টি
  • ২৫ টি
  • ১৮ টি

Answer : ২০ টি
58. নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫কিলোমিটার।নদী পথে ৪৫কিঃমিঃ দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে-
  • ৯ ঘন্টা
  • ১২ ঘন্টা
  • ১০ ঘন্টা
  • ১৮ ঘন্টা

Answer : ১২ ঘন্টা
59. ৮,১১,১৭,২৯,৫৩,-পরবর্তী সংখ্যাটি কত?
  • ১০১
  • ১০২
  • ৭৫
  • ৫৯

Answer : ১০১
60. ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
  • ২.০৫৭৩৪
  • ০.০২৫৭৩৪
  • ০.০২০৫৭৩৪
  • ২০.৫৭৩৪৪০

Answer : ০.০২০৫৭৩৪
61. একটি স্কুলে ছাত্রদের ড্রিল করাবার সময় ৮,১০ এবং ১২ সারিতে সাজানো যায়।আবার বর্গাকারেও সাজানো যায়।ঐ স্কুলে কমপক্ষে কত জন ছাত্র আছে?
  • ৩৬০০
  • ২৪০০
  • ১২০০
  • ৩০০০

Answer : ৩৬০০
62. ৫:১৮,৭:২ এবং ৩:৬ এর মিশ্র অনুপাত কত?
  • ৭২:১০৫
  • ৭২:৩৫
  • ৩৫:৭২
  • ১০৫:৭২

Answer : ৩৫:৭২
63. সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫‌‌‌'হলে এর বাহুর সংখ্যা কত?

Answer : ৮
64. ABD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?
  • PC=PD
  • PA=AB
  • PB=PA
  • PB=PD

Answer : PB=PD
65. P-এর মান কত হলে 4x^2-px+9 একটি পূর্ণ বর্গ হবে?
  • 10
  • 9
  • 16
  • 12

Answer : 12
66. নিচের কোন সংখ্যাটি ‌√2 এবং √3 -এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?
  • (√2+√3)/2
  • (√2.√3)/2
  • 1.5
  • 1.8

Answer : 1.5
67. x^2-8x-8y+16+y^2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে ?
  • 4xy
  • 2xy
  • 6xy
  • 8xy

CAnswer : 2xy
68. 2x^2-x-3 এর উৎপাদক কী কী ?
  • (2x+3)(x+1)
  • (2x+3)(x-1)
  • (2x-3)(x-1)
  • (2x-3)(x+1)

Answer : (2x-3)(x+1)
69. চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধগ একটি ক্ষেত্র যার একটি কোনও সমকোণ নয়, এরূপ চিত্রকে বলা হয় -
  • বর্গক্ষেত্র
  • চতুর্ভুজ
  • রম্বস
  • সামন্তরিক

Answer : রম্বস
70. a^4+4 এর উৎপাদক কী কী ?
  • (a^2+2a+2)(a^2+2a-2)
  • (a^2+2a+2)(a^2-2a+2)
  • (a^2-2a+2)(a^2+2a-2)
  • (a^2-2a-2)(a^2+2a-2)

Answer : (a^2+2a+2)(a^2-2a+2)
71. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার । ত্রিভুজের ক্ষেত্রফল কত ?
  • ৬৪√৩ বর্গমিটার
  • ১৯২বর্গমিটার
  • ৬৪ বর্গমিটার
  • ৩২√৩ বর্গমিটার

Answer : ৬৪√৩ বর্গমিটার
72. ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায় । কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে ?
  • বাষ্পীয় ইঞ্জিন
  • অন্তর্দহন ইঞ্জিন
  • স্টারলিং ইঞ্জিন
  • রকেট ইঞ্জিন

Answer : রকেট ইঞ্জিন
73. ফিউশন প্রক্রিয়ায়-
  • একটি পরমানু ভেঙ্গে প্রচণ্ড শক্তি সৃষ্টি করে
  • একাধিক পরমানু যুক্ত হয়ে নতুন পরমানু গঠন করে
  • ভারি পরমানু ভেঙ্গে হালকা পরমানু গঠিত হয়
  • একটি পরমানু ভেঙ্গে দুটি পরমানু সৃষ্টি হয়

Answer : একাধিক পরমানু যুক্ত হয়ে নতুন পরমানু গঠন করে
74. নিচের কোন উক্তিটি সঠিক ?
  • বায়ু একটি যৌগিক পদার্থ
  • বায়ু একটি মৌলিক পদার্থ
  • বায়ু একটি মিশ্র পদার্থ
  • বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকেই বুঝায়

Answer : বায়ু একটি মিশ্র পদার্থ
75. রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয় এর প্রধান কারন -
  • এটি হাল্কা ও দামে সস্তা
  • এটি সব দেশেই পাওয়া যায়
  • এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
  • এটি সহজে ভেঙ্গে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে

Answer : এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
76. পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারন, আলোর -
  • পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
  • প্রতিসরণ
  • বিচ্ছুরণ
  • পোলারায়ন

Answer : প্রতিসরণ
77. যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে -
  • ৭৫ ডি বি
  • ৯০ ডি বি
  • ১০৫ ডি বি
  • ১২০ ডি বি

Answer : ১০৫ ডি বি
78. কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই থাকে কারন-
  • বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি
  • বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
  • বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
  • বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান

Answer : বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
79. অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে-
  • অফসেট মুদ্রন পদ্ধতিতে
  • পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
  • ডিজিটাল ইমেজিং পদ্ধতিতে
  • স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে

Answer : পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
80. সাধারন স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেক্ট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহার হয় তা হল -
  • নাইট্রিক এসিড
  • সালফিউরিক এসিড
  • এমোনিয়াম ক্লোরাইড
  • হাইড্রোক্লোরিক এসিড

Answer : সালফিউরিক এসিড
81. পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে বাবহার হয় তা হলো -
ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহার হয়
  • সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
  • পালের দড়িতে টানের নিয়ন্ত্রন বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে
  • পালের আকৃতিক সুকৌশল ব্যবহার করা যায়

Answer : সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
82. রিমট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায় -
  • রেডিও ট্রান্সমিটার সহযোগে দূর থেকে তথ্য সংগ্রহ
  • রাডারের সাহায্যে চারদিকের পরিবেশের অবলোকন
  • কোয়াসার প্রভৃতি মহাজাগতিক উৎস থেকে সংকেত অনুধাবন
  • উপগ্রহের সাহায্যে দূর থেকে ভুমন্ডলের অবলোকন

Answer : উপগ্রহের সাহায্যে দূর থেকে ভুমন্ডলের অবলোকন
83. গ্রীন হাউজ এফেক্ট বলতে বোঝার -
  • সূর্যালোকের অভাবে সালোক সংশ্লেষনে ঘাটতি
  • তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃ্দ্ধি
  • প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃএিম চাষের প্রয়োজনীয়তা
  • গাছপালা আচ্ছাদন নষ্ট হয়ে মরুভূমির বিস্তার

Answer : তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃ্দ্ধি
84. It is too difficult to tolerate bad temper for long. which of the following phrases does best replace 'tolerate' in the above sentence?
  • cope up with
  • put up with
  • stand up for
  • pull on with

Answer : put up with
85. ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃ মহানগরীর ট্রেনটির নাম -
  • এগার সিন্দুর এক্সপ্রেস
  • পারাবত এক্সপ্রেস
  • উপকূল এক্সপ্রেস
  • সৈকত এক্সপ্রেস

Answer : উপকূল এক্সপ্রেস
86. ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায়-
  • ১০০ বর্গমাইল
  • ৯০ বর্গমাইল
  • ১৬০ বর্গমাইল
  • ৮০ বর্গমাইল

Answer : ১৬০ বর্গমাইল
87. গঙ্গা নদীর পানি প্রবাহ বৃ্দ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব
  • নেপালে জলাধার নির্মাণ
  • গঙ্গা ব্রহ্মপুত্রের মধ্যে সংযোগ খাল খনন
  • বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা বাঁধ নির্মাণ
  • গঙ্গার শাখা নদীসমূহে পানি প্রবাহ বৃদ্ধি

Answer : নেপালে জলাধার নির্মাণ
88. ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য -
  • দুদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি
  • দুদেশের নদীগুলোর পলিমাটি অপসারন
  • বন্যা নিয়ন্ত্রনে দুদেশের মধ্যে সহযোগিতা
  • দুদেশের নৌ পরিবহন ব্যবস্হার উন্নয়ন

Answer : দুদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি
89. কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম-
  • লিওপোন্ডভিল
  • জিম্বাবুয়ে
  • জিবুতি
  • জায়ারে

Answer : জায়ারে
90. জেমস গ্রান্টের মতে,প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা-
  • ৪,০০,০০০
  • ৪০,০০০
  • ৪৪,০০০
  • ৩৪,০০০

Answer : ৪০,০০০
91. 'ট্রাফল্‌গার স্কোয়ার' কোন শহরে অবস্থিত-
  • ওয়াশিংটন
  • প্যারিস
  • মস্কো
  • লন্ডন

Answer : লন্ডন
92. সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য-
  • ইরাকের আক্রমণ হতে সৌদি আরবকে রক্ষা করা
  • ইরাকের কুয়েত দখল আবসান করা
  • স্বল্প মূল্যে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা
  • উপরের সবকটি

Answer : উপরের সবকটি
93. ১১তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম-
  • পিকিং স্পোর্টস স্টেডিয়াম
  • বেইজিং স্পোর্টস স্টেডিয়াম
  • ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং
  • চায়না স্টোর্টস স্টডিয়াম

Answer : ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং
94. জাতিসংঘে রাষ্ট্রপতির ভাষণ অনুযায়ী বাংলাদেশে শিশু মৃত্যৃ হার কমিয়ে আনা হয়েছে প্রতি হাজারে-
  • ১৩৭
  • ১২১
  • ১১৭
  • ৩৯

Answer : ৩৯
95. '৫০০ দিনের প্লান' বলতে বুঝায় যে এই সময়ের মধ্যে-
  • ওয়ারস জোট ভেঙ্গে দেয়ার প্রকল্প সম্পন্ন করা
  • রুমানিয়াতে গণতন্ত্রিক প্রথা প্রচলন সম্পন্ন করা
  • সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন করা
  • পূর্ব জামার্নি হতে সৌভিয়েত সৈন্য প্রতাহার সম্পন্ন করা

Answer : সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন করা