Showing posts with label Recent Issue. Show all posts
Showing posts with label Recent Issue. Show all posts

Saturday, January 26, 2019

আপনার হ্যান্ডসেট বৈধ কিনা জেনে নিন।

আপনার হ্যান্ডসেট বৈধ কিনা জেনে নিন।


আপনার মোবাইল ফোনটি অবৈধ কিনা তা যাচাই করতে প্রথমে হ্যান্ড সেটটির আইএমইআই বের করতে হবে। এটি আপনি মোবাইল ফোনের সঙ্গে থাকা প্যাকেটে বা সেটের কাভার বা ব্যাটারি খুললে পেতে পারেন।
এই পদ্ধতিতে না পাওয়া গেলে *#০৬# ডায়াল করুন। এতে কোনো খরচ হবে না। এটি ডায়াল করলে সঙ্গে সঙ্গে আপনার ১৫ সংখ্যার আইএমইআই নম্বর দেখতে পাবেন। পরবর্তী ব্যবহারের জন্য নম্বরটি লিখে রাখুন।
এরপর মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে বড় হাতের অক্ষরে কেওয়াইডি (KYD) লিখে একটি স্পেস দিয়ে ১৫ সংখ্যার আইএমইআই নম্বরটি লিখুন। এবার ১৬০০২ (16002) নম্বরে পাঠিয়ে দিন।
Example:-( KYD 123456789 to 16002)... 
ফিরতি এসএমএস বিটিআরসি জানিয়ে দেবে আপনার মোবাইল ফোনটি বৈধ নাকি অবৈধ। সুতারাং এখনি আপনার ফোন চেক করে নিন সেটি বৈধ নাকি অবৈধ।

Thursday, January 17, 2019

বন্ধ হচ্ছে সাত দিনের নিচে মোবাইল ফোনের সব প্যাকেজ!!

বন্ধ হচ্ছে সাত দিনের নিচে মোবাইল ফোনের সব প্যাকেজ!!


অবশেষে বন্ধ হচ্ছে মোবাইল কোম্পানিগুলোর ঘণ্টায় ঘণ্টায় প্যাকেজ, তিন দিনের প্যাকেজ, ৫ দিনের প্যাকেজসহ সবগুলো ছোট প্যাকেজ। এ সব ছোট প্যাকেজে প্রতারিত হয়ে আসছিলেন গ্রাহকরা। আগামী ২৭ জানুয়ারির পর থেকে ৭ দিনের নিচে টকটাইম বা ইন্টারনেটের আর কোনো প্যাকেজ থাকবে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন- বিটিআরসি সবগুলো মোবাইল ফোন অপারেটরকে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এটা মানার ব্যাপারেও সতর্ক করেছে বিটিআরসি।
গতকাল বুধবার টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা জানিয়েছেন বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক।
টেলিযোগাযোগ খাতে ২০১৮ সাল অর্জন ও সফলতার বছর ছিল উল্লেখ করে জহুরুল হক বলেন, চলতি বছরে সেবার মান উন্নত করার ওপরই জোর দিচ্ছেন। এ ক্ষেত্রে কোনো ক্ষমা কিংবা অজুহাত গ্রাহ্য করবে না বিটিআরসি। টিআরএনবির সভাপতি জাহিদুল ইসলাম সজলের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সমীর কুমার দে। বিটিআরসি’র চেয়ারম্যান ছাড়াও দুজন কমিশনার, মহাপরিচালক, পরিচালক ও কমিশন সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোবাইল ফোনের ছোট প্যাকেজগুলো কিনে প্রতারিত হয়ে আসছিলেন গ্রাহকরা। ওই প্যাকেজগুলো কম টাকায় দিলেও ইন্টারনেটসহ আনুষঙ্গিক সুবিধাগুলো গ্রাহকরা শেষ করতে পারতেন না। ফলে তার বেঁচে যাওয়া ইন্টারনেট নষ্ট হয়ে যেত। আবার তাকে কিনতে হতো। অন্তত ৭ দিনের প্যাকেজ থাকলেও গ্রাহক হিসেব করে খরচ করতে পারেন।
জহুরুল হক বলেন, ‘যে অপারেটরের কোয়ালিটি খারাপ তাকে আমরা নোটিশ দিচ্ছি, শোকজ করছি। প্রয়োজন হলে আইনানুগ আচরণ করবো। এ বছর কোয়ালিটি ডেভেলপ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি। মাননীয় মন্ত্রীর সঙ্গে কথা বলতে গেলেও কল ড্রপ হচ্ছে। একদিন মন্ত্রী আমাকে বলেছেন, আমি মন্ত্রী আপনি চেয়ারম্যান। আপনার সঙ্গে কথা বললাম তাও ড্রপ হয়ে গেল, অন্যদের কথা কি বলব?’
বিটিআরসি চেয়ারম্যান বলেন, মোবাইল অপারেটরদের কোয়ালিটি র্যাংকিংয়ের জন্য একটি কোম্পানি নিয়োগ করা হচ্ছে, যার ফলাফল দিয়ে র্যাংকিং করা হবে। এর ফলাফল ওয়েবসাইটে থাকবে, যার ওপর ভিত্তি করে গ্রাহক অপারেটর পছন্দ করবে। ২০১৯ সালের মধ্যেই তা করে ফেলতে পারবো। তিনি বলেন, কোয়ালিটির জন্য পর্যাপ্ত স্পেকট্রাম থাকতে হবে। অপারেটররা বুঝতে পেরেছে স্পেকট্রাম কম থাকলে কোয়ালিটি ডেভেলপ করা যাবে না। এ জন্য তারা চেষ্টা করছে আলোচনার জন্য, আমরা দেখছি কী করা যায়?
বিটিআরসির চেয়ারম্যান বলেন, ‘সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার’ বা এসএমপি শিরোনামে প্রবিধানমালা করা হচ্ছে। জানা গেছে, সেখানে বলা হয়েছে, কোনো মোবাইল অপারেটরের গ্রাহক সংখ্যা, বার্ষিক রাজস্ব বা বরাদ্দ পাওয়া তরঙ্গের পরিমাণ বাজারের মোট হিস্যার ৪০ শতাংশের বেশি হলে তাকে ‘সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার’ ঘোষণা করা যাবে। ওই কোম্পানি দানবীয় আকার নিয়ে যাতে বাজার গ্রাস বা প্রতিযোগিতার পথ রুদ্ধ করতে না পারে, সেজন্য বিভিন্ন বিধিনিষেধ আরোপ করতে পারবে নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশের চার মোবাইল ফোন অপারেটরের মধ্যে গ্রাহক সংখ্যা ও রাজস্বের দিক দিয়ে ৪০ শতাংশের বেশি বাজার হিস্যা রয়েছে কেবল গ্রামীণফোনের। তাদের গ্রাহক ৪৫ দশমিক ৮ শতাংশ। জহুরুল হক বলেছেন, এসএমপি হয়ে গেলে সবাই ব্যবসা করতে পারবে। কারও গ্রাহক ৪০ শতাংশের বেশি হবে না। আগামী কমিশনে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।
জানা গেছে, বার্ষিক রাজস্ব আয়ের দিক দিয়ে গ্রামীণফোন আরও এগিয়ে আছে। ২০১৭ সালে বাজারের মোট রাজস্ব আয়ের ৫৩ শতাংশ পেয়েছে তারা। বাজারে একক কর্তৃত্বের পাশাপাশি সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ, বাজারের সুস্থ প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করে বাজার নিয়ন্ত্রণের জন্য ‘ষড়যন্ত্রমূলক যোগসাজশ’, অধিগ্রহণ বা একীভূতকরণ নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে এসএমপি প্রবিধানমালায়। এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার দেওয়া হয়েছে বিটিআরসির হাতে।

Sunday, January 13, 2019

বন্যা ঠেকাতে সুড়ঙ্গ তৈরি জাপানের!!

বন্যা ঠেকাতে সুড়ঙ্গ তৈরি জাপানের!!


বন্যার কবল থেকে বাঁচতে ৬.৩ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড টানেল নির্মাণ করেছে জাপান। টোকিওতে সুড়ঙ্গটির ভিত্তি গড়ে তোলা হয়েছে প্রায় ৫০০ টন ওজনের ভারি পিলারের সাহায্যে। সিঙ্গাপুরের লি কুয়ান স্কুল অব পাবলিক পলিসির গবেষক সিসিলিয়া তর্তাজাদার আশা, টোকিও শহরের বন্যা সমস্যার সমাধান করতে অনেকটাই সাহায্য করবে এই টানেল।
টানেলটি নির্মাণে করতে খরচ হয়েছে প্রায় ১৪ হাজার কোটি টাকা। সময় লেগেছে প্রায় ১৩ বছর। এই সুড়ঙ্গে বন্যার পানি ধরে রাখতে বিশালাকার ৫টি ট্যাঙ্কের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও রয়েছে ১৩ হাজার পাওয়ার মোটর। সাইক্লোন ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ জাপানে প্রায় নিত্যনৈমিত্তিক ঘটনা। সম্প্রতি বেড়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব।

Sunday, January 6, 2019

ডিসেম্বর এর কিছু শীর্ষ খবর জেনে নিন।

ডিসেম্বর এর কিছু শীর্ষ খবর জেনে নিন।

সাম্প্রতিক ঘটে যাওয়া গত মাসের কিছু শীর্ষ খবর জানাচ্ছি আমি রাছেল।

০১ ডিসেম্বরঃ- ৯০ দিনের জন্য 'বানিজ্যযুদ্ধ '                              স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করে                          চীন ও যুক্তরাষ্ট্র।

০৫ ডিসেম্বরঃ- সরকারি চাকরিতে প্রবেশের সময়                        ডোপ টেস্ট বাধ্যতামূলক করে                              পরিপত্র জারি।

১২ ডিসেম্বরঃ- উত্তর কোরিয়া ও দক্ষিণ                                     কোরিয়ার  দুটি সেনাদল                                      প্রতমবারের মতো একে অপরের                          ভূখণ্ডে পা রাখে।

১৪ ডিসেম্বরঃ-  জাতীয় সেনাবাহিনী গঠনের প্রস্তাব  অনুমোদন করে কসোবার                পার্লামেন্ট।
                   :-ওবামাকেয়ার অসাংবিধানিক বলে   রায় প্রদান করেন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফেডারেল                       আদালত।

১৫ ডিসেম্বরঃ- পশ্চিম জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেয় অস্ট্রেলিয়া।

১৬ ডিসেম্বরঃ- শ্রীলংকায় দ্বিতীয়বারের মত প্রধানমন্ত্রী হিসেবে শপথের মাধ্যমে দেশটিতে দুই মাস ধরে চলা সাংবিধানিক সংকটের অবসান।

১৯ ডিসেম্বরঃ- জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে বৈশ্বিক অভিবাসী চুক্তি অনুমোদিত।

২২ ডিসেম্বরঃ- ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামি আগাত হানে।

২৭ ডিসেম্বরঃ- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ কার্যকর।

৩০ ডিসেম্বরঃ- একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত।

এই ছিল ডিসেম্বর মাসের শীর্ষ খবর।                                      
স্কুল সমূহের সরকারি ছুটির  তালিকা ২০১৯

স্কুল সমূহের সরকারি ছুটির তালিকা ২০১৯

সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০১৯ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জী অনুমোদন।দেখে নিন।

ছবিতে দেখতে সমস্যা হলে এখান থেকো ডাউনলোড করুন।

 http://shed.portal.gov.bd/sites/default/files/files/shed.portal.gov.bd/notices/a6aea899_6af3_4210_baf1_e167eb4ca8e1/1469.pdf





Friday, December 21, 2018

নভেম্বর ২০১৮ এর শীর্ষ খবর।

নভেম্বর ২০১৮ এর শীর্ষ খবর।



নভেম্বর ২০১৮ এর শীর্ষ খবর লিখছি আমি সাগর।


০১ নভেম্বর -  দস্যুমুক্ত ঘোষণা করা হয় সুন্দরবনকে।

০৩ নভেম্বর - দেশের ৮ম টেস্ট ভেন্যু হিসেবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের  যাত্রা শুরু।

০৫ নভেম্বর - ICT র ৩৫ তম রায় প্রদান।

০৮ নভেম্বর - জাতির  উদ্দেশ্যে প্রধান নিরবাচন কমিশনারের ভাষন প্রধান।

১২ নভেম্বর - একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

১৩ নভেম্বর - ব্ল্যাক বেঙ্গল ছাগলের জীবনরহস্য উম্নোচনের আনুষ্ঠানিক ঘোষণা প্রধান।

১৬ নভেম্বর - কিলোগ্রামের নতুন সংজ্ঞা নির্ধারণ করে বিজ্ঞানীরা।

২৫ নভেম্বর - BREXIT চুক্তি চূড়ান্ত অনুমোদন করে ইউরোপিয় ইউনিয়ন(EU)।



আমরা চেষ্টা করবো প্রতি মাসের এমন শীর্ষ খবর গুলো আপনাদেরকে জানানোর।   

ভালো থাকবেন সবাই।

আল্লাহ হাফেজ।     
    

Thursday, December 20, 2018

অক্টোবর ২০১৮ এর কিছু শীর্ষ খবর জেনে নিন।

অক্টোবর ২০১৮ এর কিছু শীর্ষ খবর জেনে নিন।


অক্টোবর ২০১৮ এর কিছু শীর্ষ খবর লিখছি আমি সাগর।

০১  অক্টোবরঃ- বাংলাদেশ মোবাইল নম্বর পোর্টেবিলিটি(MNP) সেবা চালু  হয়।

০২  অক্টোবরঃ- তুরস্কের ইস্তান্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর হত্যার শিকার হন সৌদী সাংবাদিক জামাল খাসোগি।

০৪  অক্টোবরঃ- সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় পদে কোটা ব্যাবস্হা বাতিল করে পরিপত্র জারি।

০৬ অক্টোবরঃ- ঢাকা বিশ্ববিদ্যালেয়র ৫১ তম সমাবর্তন অনুষ্ঠিত।

১০ অক্টোবরঃ- বহুল আলোচিত ২১ আগষ্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলার রায় প্রদান।

১৭ অক্টোবরঃ-  ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ ট্রফি ঢাকায় আগমন।

২১ অক্টোবরঃ- দশম জাতীয় সংসদের শেষ ও ২৩তম অধিবেশন শুরু।


এগুলো শিক্ষার্থীদের জন্য জানা খুবি জরুরী।
এখন থেকে প্রতি মাসের শীর্ষ খবর গুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।