Monday, January 7, 2019

এসএসসি পরিক্ষা ২০১৯ || এক্সক্লুসিভ ভুগোল ও পরিবেশ সাজেশন।

আসসালামু আলাইকুম।
সুপ্রিয় এসএসসি পরিক্ষার্থী বন্ধুগণ আজকে তোমাদের জন্য ভুগোল ও পরিবেশ বিষয়ের সাজেশন দেওয়া হলো।
যদিও সৃজনশীল পরিক্ষা।সাজেশন টা আমরা ওইভাবেই সাজিয়েছি।
প্রত্যেক অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক গুলো আজ আমরা শেয়ার করবো।যাতে তোমরা ওই টপিক গুলো খুব ভালো ভাবে প্রিপারেশন নিতে পারো।

কথা না বলে চলো দেখি নিই কোন টপিক গুলো তোমাদের পরিক্ষার জন্য ইনপরটেন্ট।

১ম অধ্যায়ঃ-
*ভুগোল ও পরিবেশের ধারণা।
*ভুগোল ও পরিবেশের গঠনের গুরুত্ব।

২য় অধ্যায়ঃ-
*মহাকাশ ও মহাবিশ্ব, নক্ষত্র।
*ধুমকেতু --              *সৌরজগৎ,পৃথিবী,বৃহস্পতি,শনি,দ্রার্ঘিমা  রেখা।
*আন্তর্জাতিক তারিখ রেখা।
*আন্হিক গতি ও বার্ষিক গতি এবং এর ফলাফল।
*ঋতু পরিবর্তনের কারন এবং ফলাফল।

৩য় অধ্যায়ঃ-
*মানচিত্রের ধারণা,গুরুত্ব ও ব্যাবহার।
*প্রমাণ সময় এবং স্হানীয় সময়।

৪র্থ অধ্যায়ঃ-
*পৃথিবীর বাহ্যিক গঠন এবং উপাদান।
*শিলা ও এর শ্রেনিবিভাগ
*ভূমিকম্পের কারণ ও ফলাফল।
*সুনামি
*মালভূমি ও সমভুমি।

৫ম অধ্যায়ঃ-
*বায়ুস্তরের স্তর বিন্যাস ও বৈশিষ্ট্য।
*স্ট্রা-টোমন্ডলের বৈশিষ্ট।
*বাষ্পভবন
*বৃষ্টিপাত
*নিয়ত বায়ু ও মৌসুমী বায়ু।

৬ষ্ট অধ্যায়ঃ-
*সমুদ্র স্রোত-জোয়ার ভাটার কারণ ও প্রভাব

৭ম অধ্যায়ঃ-
*জনসংখ্যা পরিবর্তনের নিয়ামক,জন্মহর,মৃত্যুহার
*অভিবাসনের কারণ,সুফল ও কুফল।
*জনসংখ্যার ঘনত্ব ও বন্টন।
*প্রাকৃতিক গ্যাস।
*কয়লা।
*বাংলাদেশের পর্যটন শিল্প।

৮ম অধ্যায়ঃ-
*নগরায়ন ও নগরের শ্রেনিবিভাগ।
*অপরিকল্পিত নগরায়নে সৃষ্ট সমস্যা।

৯ম অধ্যায়ঃ-
*সম্পদের ধারণা ও শ্রেণিবিভাগ।
*অর্থনৈতিক কার্যাবলি।

১০ম অধ্যায়ঃ-
*বাংলাদেশের ভূপ্রকৃতির ভিন্নতা।
*বাংলাদেশের প্রধান নদ নদী।
*জলবায়ুর বৈশিষ্ট্য ও প্রভাব।

১১ অধ্যায়ঃ-
*কৃষি পন্য
*অর্থকরী ফসল।
*বনাঞ্চলের গুরুত্ব।

১২ অধ্যায়ঃ-
*রেলপথ
*নদীপথ

১৩ অধ্যায়
*বনজ সম্পদ এবং পরিবেশের ভারসাম্য হীনতার পরিনতি।
*জীববৈচিত্র সংরক্ষণ।

১৪ অধ্যায়ঃ-
*দূর্যোগ ও বিপর্যয়।
*বাংলাদেশের প্রাকৃতিক দূর্যোগ।
*ভূমিকম্পের কারণ ও প্রতিকার।
*দূর্যোগ ব্যাবস্হাপনা,প্রতিরোধ,প্রশাসন,উন্নয়ন।

উপরে দেওয়া টপিক গুলো থেকে প্রতিবছরই বোর্ড পরিক্ষায় প্রশ্ন থাকে।তাই টপিক গুলো খুব ভালো ভাবে প্রিপারেশন নিবে।আর তোমাদের অন্য কোনো বিষয় সাজেশন লাগলে কমেন্ট করতে পারো।ইনশাহআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করো।                                     

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: