০১. আগুন কী?
উওর- সাধারণত বাতাসের অক্সিজেনের সাথে জ্বালানির কার্বন ও হাইড্রোজেনের মিলনে সৃষ্ট এক বিশেষ রাসায়নিক বিক্রিয়া হলো আগুন।তাপ ও আলোর মাধ্যমে এ রাসায়নিক বিক্রিয়া শক্তিকে প্রকাশ বা মুক্ত করে।
০২. Dark Web বলতে কী বোঝায়?
উত্তরঃ- Dark web হলো প্রচলিত ওয়েব পেজ থেকে কিছুটা আলাদা ওয়েব পেজ, যা লুকানো অবস্থায় থাকে।
০৩. জাতীয় পতাকা আয়াতাকার নয়, এমন দেশের নাম কী?
উত্তরঃ- "নেপালই" বিশ্বের একমাত্র দেশ যার জাতীয় পতাকা আয়তাকার নয়,যুক্ত ত্রিভুজাকার।
০৪.অলিম্পিক গেইমসের প্রবর্তক কে?
উত্তরঃ- অলিম্পিকের জন্ম আজও মানুষের কাছে একটি রহস্য এবং কিংবদন্তি। তবে প্রচলিত ধারণা মতে, গ্রিক দেবতা জিউস ও তার ছেলে হারকিউলিসকে এ অলিম্পিক গেইমসের প্রবর্তক মনে করা হয়।
০৫.জাহেরাইট কী?
উত্তরঃ-অ্যালুমিনিয়ামের একটি জটিল ধরনের সালফেট হলো জাহেরাইট। ১৯৭৭ সালে পাকিস্তানের পান্জাব প্রদেশের লবণ অধ্যুষিত পাহাড়ি এলাকায় বাংলাদেশি বিজ্ঞানী মোহাম্মদ আবদুল জাহের এ খনিজটি (আকরিক) আবিষ্কার করেন।
০৬.বিটকয়েন কী?১ বিটকয়েন সমান কত টাকা?
উত্তরঃ- ক্রিপ্টোগ্রাফিক প্রটোকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা হলো বিটকয়েন।এটা লেনদেনে কোনো প্রতিষ্টান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ১বিটকয়েন সমান ১১,৩৫,৯৪৬.৯৯ টাকা(জানুয়ারি ২০১৮)।
০৭.হলুদ সাংবাধিকতা বা Yellow Journalism বলতে কি বুঝ?
উত্তরঃ- উদ্দেশ্যেপ্রনোদিতভাবে ভিত্তিহীন রোমান্সকর সংবাদ পরিবেশনই হলুদ সাংবাদিকতা বা Yellow Journalism ।
0 coment rios: