Wednesday, December 26, 2018

সাম্প্রতিক কিছু MCQ


ছাত্র/ছাত্রীদের জানার সুবিধার জন্য কিছু সাম্প্রতিক এমসিকিউ দেওয়া হলো।

১.একাদশ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?
--- ৩০শে ডিসেম্বর ।

২. ১৩ নভেম্বর ২০১৮ বাংলাদেশের সিভিল সার্ভিসের (BCS) কোন ক্যাডারটি বিলুপ্ত করা হয়? --- ইকনমিক।

৩. বাংলাদেশ সিভিল সার্ভিসের বর্তমান ক্যাডার সংখ্যা কতটি?
--- ২৬ টি।

৪. তোশাখানা জাদুঘর উদ্ভোধন করা হয় কবে?
---- ১৫ নভেম্বর ২০১৮।

৫. বর্তমানে দেশে কার্যক্রম শুরু করা সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
---- ৪৫টি।

৬. বর্তমানে দেশে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতটি?
--- ১০টি।

৭. বর্তমানে দেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি?
---- ৪টি।

৮. বর্তমানে তফসিল ভুক্ত মোট ব্যাংক কতটি?
--- ৫৯টি।

৯. মালদ্বীপের সপ্তম ও বর্তমান প্রেসিডেন্ট কে?
--- ইব্রাহীম মোহামেদ সোলিহ।

১০. EVM এর পূর্ণরুপ কী?
--- Electronic Voting Machine.

১১. কখন কোন দেশে ইভিএমএর প্রথম পদ্ধতি চালু হয়?
--- ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রে।

১২. বিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
--- চীন।

১৩.  Interpol বর্তমান সদস্য সংখ্যা কত?
--- ১৯৪টি।

১৪. টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেটকিপা হিসেবে একাধিক ডাবল সেঞ্চুরি করেন কে?
--- মুশফিকুর রহিম।

১৫. অভিষেক টেস্টে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ৫ উইকেট নেয়ার বিশ্বরেকর্ডধারী কে?
--- নাঈম হাসান(বাংলাদেশ)
                           

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: