Showing posts with label খেলার খবর. Show all posts
Showing posts with label খেলার খবর. Show all posts

Sunday, January 27, 2019

Bpl নিয়ে এভিডি ভিলিয়ার্সের ভাবনা!

Bpl নিয়ে এভিডি ভিলিয়ার্সের ভাবনা!


প্রথমবারের মত বিপিএল খেলতে এসেছেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স। পরবর্তী আসরগুলোতেও বাংলাদেশের এই টি-টুয়েন্টি টুর্নামেন্টে অংশ নেয়ার ভাবনা আছে তাঁর।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বের সব বড় টুর্নামেন্ট গুলোতে খেলা ডি ভিলিয়ার্স বলেন, ‘এই টুর্নামেন্টটি আইপিএলের মতো এতোটা সমৃদ্ধ নয়, কারণ বিপিএল এখনও নতুন। 

আইপিএলে ১১ বছরের মতো চলছে, যেখানে বিপিএলের বয়স মাত্র ছয় বছরে। তাই এখনও সময় লাগবে ঐ পর্যায়ে যেতে কিন্তু এটা অবশ্যই বিশ্বের অনেক বড় টুর্নামেন্টগুলোর সমতুল্য। এটা অনেক অসাধারণ একটি টুর্নামেন্ট এবং আমি আবারও এখানে আসার কথা ভাবছি।’

বিশ্বের সব তারকা ক্রিকেটাররা আইপিএলে অংশ নিতে মুখিয়ে থাকে। বর্তমানে বিপিএলও কম যায় না। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, ডি ভিলিয়ার্স খেলছেন বিপিএলে।

সকলেই উপভোগ করছেন বাংলাদেশের ঘরোয়া এই টুর্নামেন্ট। পুনরায় বিপিএলে খেলার ইচ্ছা পোষণ করেন সকলেই।

Friday, January 4, 2019

Bpl 2019 Team and Squad

Bpl 2019 Team and Squad

২০১৯ বিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচী প্রকাশ


বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১৯ এর চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। শুধু সূচিই চূড়ান্তই করেনি, বিপিএলের কবে কোথায় কোন ম্যাচ তা প্রকাশও করেছে।বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবং চিটাগং ভাইকিংসের ম্যাচ দিয়ে আগামী ৫ জানুয়ারি পর্দা উঠছে ষষ্ঠ আসরের। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম (ঢাকা), সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (সিলেট) এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম (চট্টগ্রাম)- এই তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে আসরের ম্যাচগুলো।
পাঁচ পর্বের অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। ঢাকা পর্ব দিয়ে আসরের উদ্বোধনের পর সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও সবশেষে ফের ঢাকা পর্ব দিয়ে পর্দা নামবে।
এবারের আসরের প্রতি ‘ম্যাচ-ডে’তে দু’টি করে ম্যাচ আয়োজন করা হবে। শুক্রবার ব্যতিত দিনের প্রথম খেলা দুপুর ১২.৩০ মিনিট থেকে শুরু হবে যেখানে রাতের খেলাটি শুরু হবে সন্ধ্যা ৫.২০ মিনিট থেকে। আর ছুটির দিন শুক্রবারে দিনের প্রথম খেলা দুপুর ২টায় এবং রাতের খেলা সন্ধ্যা ৭টায়।
চলতি বছরের অক্টোবরে মাঠে গড়ানোর কথা ছিল বিপিএলের ষষ্ঠ আসর। ৫ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বিপিএলের ষষ্ঠ আসরের সম্ভাব্য সূচিও নির্ধারণ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু একাদশতম জাতীয় সংসদ নির্বাচনের কারণে পরিবর্তন এসেছে টুর্নামেন্টের ষষ্ঠ আসরের সূচিতে।
অক্টোবরের পরিবর্তে বিপিএলের ষষ্ঠ আসরটি অনুষ্ঠিত হচ্ছে ২০১৯ সালের জানুয়ারিতে। আগামী ৮ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্টের ষষ্ঠ আসরের।
বিপিএল-২০১৯ এর পূর্ণাঙ্গ সূচি:
ঢাকা পর্ব, প্রথম ধাপ; শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
তারিখ                          ম্যাচ
৫ জানুয়ারি   রংপুর রাইডার্স – চিটাগং ভাইকিংস।
৫ জানুয়ারি     ঢাকা ডায়নামাইটস – রাজশাহী কিংস।
৬ জানুয়ারি     কুমিল্লা ভিক্টোরিয়ান্স – সিলেট সিক্সার্স।
৬ জানুয়ারি    খুলনা টাইটান্স – রংপুর রাইডার্স।
৮ জানুয়ারি     ঢাকা ডায়নামাইটস – খুলনা টাইটান্স
৮ জানুয়ারি     কুমিল্লা ভিক্টোরিয়ান্স – রংপুর রাইডার্স।
৯ জানুয়ারি      সিলেট সিক্সার্স – চিটাগাং ভাইকিংস।
৯ জানুয়ারি      খুলনা টাইটান্স – রাজশাহী কিংস।
১১ জানুয়ারি     ঢাকা ডায়নামাইটস – রংপুর রাইডার্স।
১১ জানুয়ারি     কুমিল্লা ভিক্টোরিয়ান্স – রাজশাহী কিংস।
১২ জানুয়ারি     চিটাগং ভাইকিংস – খুলনা টাইটান্স।
১২ জানুয়ারি     ঢাকা ডায়নামাইটস – সিলেট সিক্সার্স।
১৩ জানুয়ারি     রংপুর রাইডার্স – রাজশাহী কিংস।
১৩ জানুয়ারি     চিটাগং ভাইকিংস – কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
সিলেট পর্ব, দ্বিতীয় ধাপ;  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
১৫ জানুয়ারি     খুলনা টাইটান্স – রাজশাহী কিংস।
১৫ জানুয়ারি     সিলেট সিক্সার্স – কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
১৬ জানুয়ারি     ঢাকা ডায়নামাইটস – রাজশাহী কিংস।
১৬ জানুয়ারি     সিলেট সিক্সার্স – রংপুর রাইডার্স।
১৮ জানুয়ারি     সিলেট সিক্সার্স – ঢাকা ডায়নামাইটস।
১৮ জানুয়ারি     খুলনা টাইটান্স – কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
১৯ জানুয়ারি      সিলেট সিক্সার্স – রংপুর রাইডার্স।
১৯ জানুয়ারি      চিটাগং ভাইকিংস – খুলনা টাইটান্স।
ঢাকা পর্ব, তৃতীয় ; শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
২১ জানুয়ারি      কুমিল্লা ভিক্টোরিয়ান্স – রাজশাহী কিংস।
২১ জানুয়ারি      ঢাকা ডায়নামাইটস – চিটাগং ভাইকিংস।
২২ জানুয়ারি      খুলনা টাইটান্স – রংপুর রাইডার্স।
২২ জানুয়ারি      ঢাকা ডায়নামাইটস – কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
২৩ জানুয়ারি      চিটাগং ভাইকিংস – রাজশাহী কিংস।
২৩ জানুয়ারি       খুলনা টাইটান্স – সিলেট সিক্সার্স।
চট্টগ্রাম পর্ব, চতুর্থ ধাপ; জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
২৫ জানুয়ারি     সিলেট সিক্সার্স – রাজশাহী কিংস।
২৫ জানুয়ারি     চিটাগং ভাইকিংস – রংপুর রাইডার্স।
২৬ জানুয়ারি     সিলেট সিক্সার্স – খুলনা টাইটান্স।
২৬ জানুয়ারি     চিটাগং ভাইকিংস – রাজশাহী কিংস।
২৮ জানুয়ারি     খুলনা টাইটান্স – কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
২৮ জানুয়ারি      ঢাকা ডায়নামাইটস – রংপুর রাইডার্স।
২৯ জানুয়ারি      চিটাগং ভাইকিংস – কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
২৯ জানুয়ারি      রংপুর রাইডার্স – রাজশাহী কিংস।
৩০ জানুয়ারি      চিটাগং ভাইকিংস – ঢাকা ডায়নামাইটস।
৩০ জানুয়ারি      সিলেট সিক্সার্স – রাজশাহী কিংস।
ঢাকা পর্ব, শেষ ধাপ ; শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
১ ফেব্রুয়ারি          ঢাকা ডায়নামাইটস – কুমিল্লা ভিক্টোরিয়ান্স
১ ফেব্রুয়ারি          চিটাগং ভাইকিংস – সিলেট সিক্সার্স।
২ ফেব্রুয়ারি          কুমিল্লা ভিক্টোরিয়ান্স – রংপুর রাইডার্স।
২ ফেব্রুয়ারি          ঢাকা ডায়নামাইটস – খুলনা টাইটান্স।
৪ ফেব্রুয়ারি           এলিমিনেটর (পয়েন্ট টেবিলের তৃতীয় দল বনাম চতুর্থ দল)।
৪ ফেব্রুয়ারি           কোয়ালিফায়ার ১ (পয়েন্ট টেবিলের শীর্ষ দল বনাম দ্বিতীয়স্থানে থাকা দল)
৬ ফেব্রুয়ারি           কোয়ালিফায়ার ২ (কোয়ালিফায়ার ১ পরাজিত বনাম এলিমিনেটর জয়ী।)
৮ ফেব্রুয়ারি           ফাইনাল (কোয়ালিফায়ার ১ জয়ী বনাম কোয়ালিফায়ার ২ জয়ী)।
৯ ফেব্রুয়ারি           রিজার্ভ ডে (ফাইনাল)।