Showing posts with label প্রশ্ন সমাধান. Show all posts
Showing posts with label প্রশ্ন সমাধান. Show all posts

Tuesday, January 8, 2019

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC)- প্রশ্ন সমাধান ২০১৮।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC)- প্রশ্ন সমাধান ২০১৮।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC)-প্রশ্ন সমাধান ২০১৮।
পদঃ- উপ-পরিদর্শক।
পরিক্ষাঃ- ০৭-১২-২০১৮।

০১. সর্বনাম ও ক্রিয়া পদ।
০২. ষ+ণ।
০৩. কর্মধারয়।
০৪. মুমুক্ষু।
০৫. নগেন্দ্র।
০৬. বিদ্যুৎ।
০৭. সুধী + ইন্দ্র।
০৮. গিন্নী।
০৯. চতুর।
১০. নিত্যবৃত্ত অতীত।
১১. শ্রদ্ধাস্পদাসু।
১২. সাহেবান।
১৩. উপসর্গের।
১৪. মিশ+উক।
১৫. প্রিয়ংবদা অযথার্থ।
১৬. জিহীর্ষা।
১৭. কলাপী।
১৮. সঠিক উত্তর শুচিস্মিতা।
১৯. ব্যাখা বিশ্লেষণ।
২০. অপাদানে সপ্তমী।
২১. aggravate .
২২. Miscellaneous.
২৩. খ ও ঘ দুটোই সঠিক।
২৪. by.
২৫. Loyal.
২৬. Imposter.
২৭. Lucid.
২৮. Pedestrian.
২৯. With.
৩০. To Going.
৩১. Realised.
৩২. Euphony.
৩৩. Take.
৩৪. To stay.
৩৫. Introvert.
৩৬. ১২।
৩৭. ৯ সে.মি।
৩৮. ৭৫
৩৯. ৭.৬৮
৪০. ১৭.৩২
৪১. ১৫০%
৪২. ৪৬০০
৪৩. সমকোণী।
৪৪. ০.৪৫
৪৫. ১
৪৬. ৪
৪৭. -১৮
৪৮. x+1
৪৯. ৩০৮
৫০. প্রশ্নে ৫/৪ এর স্হলে ৪/৫ হলে উত্তর হবে ৫।
৫১. ৪
৫২. মিথেন।
৫৩. গ্রিস।
৫৪. ভারত।
৫৫. মণিপুর।
৫৬. ফ্রান্স।
৫৭. ১৯৪৪
৫৮. ২৬ জুন।
৫৯. ইটালিয়ান।
৬০. ফাংগাস।
৬১. ৩৫ জন।
৬২. মাওলানা ভাসানী।
৬৩. ৬ ডিসেম্বর ১৯৯৭।
৬৪. ৩ মার্চ ১৯৭১
৬৫. রবীন্দ্রনাথ ঠাকুর।
৬৬. ১৯৭২
৬৭. ধ্রুব।
৬৮. লাহোর।
৬৯. ১৯৫৮.
৭০. ল্যাকটোজ।
       

Monday, January 7, 2019

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ২০১৮-প্রশ্ন সমাধান

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ২০১৮-প্রশ্ন সমাধান


বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন।
প্রশ্ন সমাধান।
পদ-সহকারি রসায়নবিদ
পরিক্ষাঃ- ০৭-১২-২০১৮।সেট-বি

১. গীতাঞ্জলী।
২. সঠিক উত্তর হবে--নিমীলিত
৩. অভ্যন্তরীণ।
৪. সঠিক উত্তর হবে--সর্বজনীন।
৫. তোষামোদি করা।
৬. কদম।
৭. মহান।
৮. গর্জন।
৯. অনুকরণ।
১০. ধৈর্য।
১১. Have you ever been to kuakata?.
১২. Let us discuss the matter.
১৩. He entrusted me with this responsibility.
১৪. Out
১৫. Upon
১৬. in singing.
১৭. with.
১৮. out.
১৯. subsequent.
২০. have.
২১. pledged.
২২. suffering.
২৩. Calm.
২৪. Relevant.
২৫. Shrewd.
২৬. ২রা
২৭. অতুল প্রসাদ।
২৮. গুজরাট।
২৯. নীলফামারী।
৩০. ৪৫.
৩১. একাশি।
৩২. রাশিয়া।
৩৩. অটোয়া।
৩৪. ইরান।
৩৫. রাশিয়া।
৩৬. কিয়াট।
৩৭. ১৯২১।
৩৮. রাষ্ট্রপতি।
৩৯. Luka Modric.
৪০. ১ ডিসেম্বর।
৪১. ৫০০.
৪২. (২ক - ২)
৪৩. ৮০.
৪৪. কোনোটি নয়।
৪৫. ১০০.
৪৬. ৫০০.
৪৭. y একটি ধনাত্মক জােড় সংখ্যা।
৪৮. ৮℅ লাভ।
৪৯. ৩০০.
৫০. ৩৩.৩।
৫১. ১১৪.০।
৫২. ডলোমাইট।
৫৩. lodoform test.
৫৪. Bituminous.
৫৫. হাইড্রোজেন ফ্লুরাইড।
৫৬. সুক্রোজ।
৫৭. টলেন বিকারক।
৫৮. বেনজিন।
৫৯. ডাটা অপর্যাপ্ত।
৬০. ১৮০।
৬১. Solvay পদ্ধতি।
৬২. sp3d
৬৩. ৩।
৬৪. AgNo3।
৬৫. ৫০
৬৬. পানি।
৬৭. ৪০%
৬৮. সিলিকন।
৬৯. ১০০০।
৭০. ক্যালসিয়াম কার্বনেট।               
   

Friday, December 28, 2018

বাংলাদেশ ট্যারিফ কমিশন ২০১৮ প্রশ্ন সমাধান।

বাংলাদেশ ট্যারিফ কমিশন ২০১৮ প্রশ্ন সমাধান।


বাংলা সমাধানঃ 

১. তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসের রচয়িতা কে?
-আলাউদ্দিন আল আজাদ
২.লাজ শব্দটি কোন পদ?
-বিশেষ্য  
৩.  জলৌকা সন্ধি বিচ্ছেদ হবে-
- জল + ওকা
৪. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
-চন্দ্রাবতী
৫. কোনটি শরৎচন্দ্রের উপন্যাস নয়-
- চার অধ্যায়
৬.  গিন্নি কোন শ্রেণির শব্দ?
-অর্ধ-তত্সম
৭.  যোগরূঢ় শব্দ কোনটি?
-জলদ
 ৮.কোন টি বিটপি শব্দের সমার্থক শব্দ নয়?
-তৃণ
৯. প্রাচী শব্দের বিপরীত শব্দ কোনটি?
- প্রতীচী
১০. কোন বানানটি শুদ্ধ?
-শাশ্বত
 ১১.  সিংহাসন শব্দটি কোন সমাসের উদাহরণ?
- কর্মধারয়
১২. যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ,  সুতরাং তুমি প্রথম হবে এটি একটি-
 - জটিল বাক্য
১৩.সমকাল পত্রিকার প্রথম সম্পাদকের নাম?
-সিকান্‌দার আবু জাফর
১৪. কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না-
-ক্রিয়া
১৫. বাংলা ভাষায় প্রথম সার্থক মহাকাব্য-
- মেঘনাবধ কাব্য
১৬. ভাষা আন্দোলনের উপর রচিত জহির রায়হানের গ্রন্থটির নাম?-
আরেক ফাল্গুন
১৭.  ফৌজদারি শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
-ফারসি
১৮. নুরুলদীনের সারাজীবন কোন ধরনের রচনা?
-নাটক
১৯.  বর্ণমালায় মাত্রাহীন বর্ণ গুলোর মধ্যে কতটি ব্যঞ্জনবর্ণ
- ৬টি
২০ কোনটি তৎসম শব্দ-
২১. বাংলাদেশের গ্রাম থিয়েটারের প্রবর্তক কে
-সেলিম আল দীন
২২.  পূর্ববঙ্গ গীতিকার লোকপালা  সমূহের সংগ্রাহক কে
-চন্দ্রকুমার দে
২৩.  বিষ্ময়াপন্ন  সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি-
২৪.  কোন বাক্যটি সঠিক-
২৫.  ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এর রচিত উপন্যাস কোনটি
-চিলেকোঠার সেপাই

English:

২৬. Synonym of Random? Arbitrary
২৭. Plural form of appendix? Appendices
২৮. He walks as if he —–lame. Ans: Were
২৯. Find out the collective noun of the following? Army
৩০. Cohesion and Coherence is essential in? Paragraph
৩১. “to err is human; to forgive, divine” is written by? Alexander Pope
৩২. How many parts there in a letter? Four
৩৩. He assisted me —-answering the question. Ans: in
৩৪. He is the (bad) boy in the class. Ans: Worst
৩৫. Differentiate is a? Verb
৩৬. Choose the correct sentence: Please listen to my advice.
৩৭. Don’t waste your time. (passive voice) -let your time not be wasted
৩৮. What is the meaning of the word ‘Habeas corpus’? Fundamental rights of a prisoner
৩৯. Which of the following sentence is not correct?
Incorrect: Since we were late, so we decided to go by taxi.
৪০. Pros and cons means? a) advantages and disadvantages b) Merits and demerit c) good and bad
Ans: d) All
৪১. The boy reads a book.What kind of verb read in the sentence is? Ans: Principle verb
৪২. A person who writes about his own life is? Ans: Autobiography
৪৩. None but the brave deserve the fair. In this sentence but is? Ans: preposition
৪৪. Choose the correct use of suffix er? operater
৪৫. I don’t commit myself to comment deeply —this affair. Ans: on
৪৬. Choose the correct  sentence: I saw her enter the room.
৪৭. “A rolling stone gathers no moss” The complex form of the sentence is: A stone that rolls gathers no moss.
৪৮. Which word of the following is singular? formula
৪৯. Which of the following is not a poetic tradition? The Comic
৫০. He worked “with all sincerity”. the underlined phrase “with all sincerity” is: An adverbial phrase

সাধারণ বিজ্ঞান ,  গণিত , মানুষিক দক্ষতাঃ
৫১. ডাইনামো
৫২.
৫৩. বায়ুর চাপ কম
৫৪. রক্ত রসে
৫৫. কে
৫৬. ক্লোরোপিকরিন
৫৭. ১০৭
৫৮.  MN+1
৫৯. অমূলদ সংখ্যা
৬০.
৬১. ৩০৮
৬২. ৫জন
৬৩. ৭০
৬৪.
৬৫.
৬৬. ১০
৬৭.
৬৮.
৬৯.
৭০. Coat
৭১. C
৭২. D
৭৩.
৭৪.
৭৫.


৭৬. বাংলাদেশের সরকারি ইপিজেড কয়টি- ৮টি


৭৭. বাংলাদেশে বেশি রপ্তানি করে-  চীন  
৭৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধে পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রটির নির্মাতা কে- আলমগীর কবির
৭৯.ঐতিহাসিক ২১  দফা দাবির প্রথম দাবি কি ছিল- বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
৮০.  বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে- ডাচ বাংলা ব্যাংক
৮১.  বাংলাদেশের কোন জাতীয় সংসদ প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়-সপ্তম
৮২. বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা নির্ধারিত মামলার রায় হয় কবে-
৮৩. রাজসিক বিহার ভাস্কর্য কোথায় অবস্থিত-হোটেল রূপশী বাংলা এর সামনে
৮৪.  নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার এর প্রতিষ্ঠাতা কে-ধর্মপাল
৮৫.  প্রাচীনকালে সমতট বলতে বাংলা কোন অঞ্চল কে বুঝানো হয়- বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
৮৬.  কোন উৎস থেকে বাংলাদেশ সরকার সর্বোচ্চ রাজস্ব আয় করে-মূল্য সংযোজন কর
৮৭. লালবাগ কেল্লায় কার সমাধি আছে- শায়েস্তা খানের কন্যা পরীবিবি
৮৮. কোন দেশ জাতিসংঘের স্থায়ী সদস্য নয়- কানাডা
৮৯.  এজেন্ডা 21 দ্রুত হয় কোন সম্মেলনে-রিও ডি
৯০. 2018 সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের মাসকট কি ছিল-জাবিভাকা
৯১. হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশ ভিত্তিক সংগঠন-মার্কিন যুক্তরাষ্ট্র
৯২. জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়-সানফ্রানসিস্কোতে
৯৩.  নিচের কোন রাষ্ট্র  সার্বভৌমত্বহীন -  ফিলিস্তিন
৯৪.    হরপ্পা   মহেঞ্জোদারো  কোন সভ্যতা হিসেবে পরিচিত- সিন্ধু
৯৫.NATO  কোন ধরনের জোট- সামরিক
৯৬.  Fair FAX কি- একটি গোয়েন্দা সংস্থা
৯৭. কোনটি বিশ্বব্যাংকের অঙ্গসংগঠন নয়-IMF
৯৮.  বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে-শ্রীমাভো বন্দরনায়েক
৯৯. বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি-নালন্দ
১০০.  ব্লাক সেপ্টেম্বর কি-  গেরিলা সংস্থা