Showing posts with label বিএসসি. Show all posts
Showing posts with label বিএসসি. Show all posts

Sunday, January 27, 2019

স্নাতক(পাস) ১ম বর্ষ সাজেশন ২০১৯ || জৈব রসায়ন।(রসায়ন ২য়)

স্নাতক(পাস) ১ম বর্ষ সাজেশন ২০১৯ || জৈব রসায়ন।(রসায়ন ২য়)



আসসালামু আলাইকুম।

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ স্নাতক(পাস) কোর্সের ১ম বর্ষ পরীক্ষা খুবই  সন্নিকটে। যারা বিএসসি তে পড়ছো মনে রাখতে হবে তোমরাই সেরা। কারন বিএসসি অন্যান্য ডিপার্টমেন্ট থেকে অনেক কঠিন এবং কষ্টসাধ্য।বিএসসি পাশ করতে হলে তোমাকে পড়ালেখা করেই পাশ করতে হবে।শুয়ে,বসে,আড্ডা দিয়ে বিএসসি পাশ করা যাবে না।বেশি কথা বলে ফেললাম।চলুন এবার কাজের কথায় আসি।

আমি আজ যে বিষয়ে সাজেশন দিব সে বিষয়ে প্রতি বছর সে বিষয়ে ৯৫% ছাত্র/ছাত্রী ফেল করে থাকে।পরবর্তিতে ইমপ্রুভ দিতে হয়।তাদের কথা মাথায় রেখে একটি পূর্ণাঙ্গ সাজেশন তৈরি করা হয়েছে।

০১.সংকরণ কাকে বলে?মিথেন অণুতে কার্বন পরমাণুর sp3 সংকরণ ব্যাখা কর।

০২. মুক্তমুলক কী? মুক্তমুলকের বৈশিষ্ট্য লেখ। 3°,2° ও 1° মুক্তমুলকের স্থিতিশীলতা আলোচনা কর।

০৩.জ্যামিতিক সমাণুতা কী? জ্যামিতিক সমাণুতার শর্তগুলো কী কী?

০৪. সিস ও ট্রান্স সমাণুর মধ্যে কোনটির গলনাঙ্ক বেশি এবং কেন?

০৫. অ্যালকিন প্রস্তুতির তিনটি সাধারণ পদ্ধতি বর্ণনা কর।

০৬. অ্যালকিনে ব্রোমিনের যুত বিক্রিয়ার কৌশল আলোচনা কর।

০৭. ১- পেইন্টানে ও ২- পেইন্টাইনের মধ্যে পার্থক্য লিখ।

০৮. অ্যালকাইল হ্যালাইডের তিনটি সাধারণ প্রস্তুত প্রণালী বর্ণনা কর।

০৯. গ্রিগনার্ড বিকারক কাকে বলে? কিভাবে গ্রিগনার্ড বিকারক প্রস্তুত করা হয়?

১০. Sn1 বিক্রিয়া কি? Sn1 বিক্রিয়ার ক্রিয়াকৌশল আলোচনা কর।

১১. অপসারণ বিক্রিয়া কাকে বলে? E1 অপসারণ বিক্রিয়ার ক্রিয়াকৌশল আলোচনা কর।

১২. সেকেন্ডারি অ্যালকোহল ২° প্রস্তুতির দুটি সাধারণ প্রণালী বর্ণনা কর।

১৩. ১°,২° ও ৩° অ্যালকোহল মধ্যে কিভাবে পার্থক্য নির্ণয় করবে?

১৪. বিউটানল-১ এবং বিউটানল-২ এর মধ্যে কিভাবে পার্থক্যকরণ করবে?

১৫. ডাইইথাইল ইথার রঙিন বোতলে রাখা হয় কেন?

১৬. ইথারের তিনটি সাধারণ প্রস্তুত প্রনালী বর্ণনা কর।

১৭. জৈব যৌগে >C গ্রুপের উপস্থিতি কিভাবে শনাক্ত করা যায়?

১৮. কিটোনের দুটি সাধারণ প্রস্তুত প্রণালী লিখ।

১৯. কার্বনিল যৌগ কেন্দ্রকর্ষী যুত বিক্রিয়া প্রর্দশন করে।

২০. ইথানল অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয় কিন্তু বেনজালডিহাইড দেয় না- কেন?

২১. মিথ্যানল ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করে,ইথ্যানল করে না কেন?

২২. কার্বক্সিলিক এসিডের অরবিটাল চিত্র আঁক।

২৩. অ্যালিফেটিক এসিডের দুটি সাধারণ প্রস্তুত প্রণালী বর্ননা কর।

২৪. অ্যাসিটিক এসিড হতে কীভাবে ম্যালিনিক এস্টার প্রস্তুত করবে?

২৫. ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট প্রস্তুতি বর্ণনা কর।

২৬. অ্যারোমেটিকত্বের শর্তাবলী উল্লেখ কর।

২৭. বেনজিনের গঠন সম্পর্কে আলোচনা কর।

২৮. বেনজিনের ইলেকট্রোনাকর্ষী প্রতিস্হাপন বিক্রিয়ার ক্রিয়া কৌশল আলোচনা কর।

২৯. বেনজিন অপেক্ষা টলুইনে নাইট্রেশন অধিক দ্রুত ঘটে। ব্যাখা কর।

৩০. -Nh2 গ্রুপ অর্থো প্যারা নির্দেশক।ব্যাখা কর।

৩১. অ্যারোমেটিক প্রাইমারি ১° অ্যামিন প্রস্তুতির দুটি সাধারণ পদ্ধতি সমীকরণ সহ লেখ।

৩২. ডায়াজােনিয়াম লবণ কী? কিভাবে  এ লবণ প্রস্তুত করা হয়।

৩৩. নাইট্রো বেনজিন ফ্রিডেল ক্রাপট বিক্রিয়া প্রদর্শন করে না কেন?

৩৪. কার্বক্সিলিক এসিড ও ফেনলের মধ্যে পার্থক্য লিখ।

৩৫. ন্যাপথালিনের অরবিটাল চিত্র আলোচনা কর।

৩৬. ন্যাপথালিনের হাওয়ার্থ সংশ্লেষণ বর্ণনা কর।

৩৭. বেনজিন অপেক্ষা ন্যাপথালিন অধিক সক্রিয়-ব্যাখা কর।

৩৮. বিষম চাক্রিক যৌগ বলতে কী বুঝ? কিভাবে তাদের সংজ্ঞায়িত করা হয়?

৩৯. ফিউরান সংশ্লেষণ দুটি পদ্ধতি বর্ণনা কর।

৪০. পাইরোল সংশ্লেষণের দুটি পদ্ধতি বর্ননা কর।

৪১. পাইরোল ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া দেয়, পিরিডিন দেয় না-ব্যাখা কর।

৪২. পিরিডিন একটি অ্যারোমেটিক যৌগ- ব্যাখা কর।     

সাজেশন টা বড় দেখে এখনি বের হয়ে যেওনা।এর ৫০% শেষ করতে পারলে পাশ করতে পারবে আমি ১০০% নিশ্চিত।আর যারা পুরোপুরি শেষ করতে পারবে তাদের ১০০% কমন পড়বে।জৈব রসায়নে সর্বমোট প্রশ্ন থাকে ৩০ টির ও বেশি।সে ক্ষেত্রে আমি ৪০ টি প্রশ্ন দিয়েছি।বেশি দিয়েছি বলে মনে হচ্ছে না।

আর যাদের অন্য বিষয়ে সাজেশন লাগবে তারা কমেন্ট করে জানাতে পারো।নিচে কমেন্ট বক্সে।
ভালো থাকবে সবাই।