Sunday, January 6, 2019

ডিসেম্বর এর কিছু শীর্ষ খবর জেনে নিন।

সাম্প্রতিক ঘটে যাওয়া গত মাসের কিছু শীর্ষ খবর জানাচ্ছি আমি রাছেল।

০১ ডিসেম্বরঃ- ৯০ দিনের জন্য 'বানিজ্যযুদ্ধ '                              স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করে                          চীন ও যুক্তরাষ্ট্র।

০৫ ডিসেম্বরঃ- সরকারি চাকরিতে প্রবেশের সময়                        ডোপ টেস্ট বাধ্যতামূলক করে                              পরিপত্র জারি।

১২ ডিসেম্বরঃ- উত্তর কোরিয়া ও দক্ষিণ                                     কোরিয়ার  দুটি সেনাদল                                      প্রতমবারের মতো একে অপরের                          ভূখণ্ডে পা রাখে।

১৪ ডিসেম্বরঃ-  জাতীয় সেনাবাহিনী গঠনের প্রস্তাব  অনুমোদন করে কসোবার                পার্লামেন্ট।
                   :-ওবামাকেয়ার অসাংবিধানিক বলে   রায় প্রদান করেন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফেডারেল                       আদালত।

১৫ ডিসেম্বরঃ- পশ্চিম জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেয় অস্ট্রেলিয়া।

১৬ ডিসেম্বরঃ- শ্রীলংকায় দ্বিতীয়বারের মত প্রধানমন্ত্রী হিসেবে শপথের মাধ্যমে দেশটিতে দুই মাস ধরে চলা সাংবিধানিক সংকটের অবসান।

১৯ ডিসেম্বরঃ- জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে বৈশ্বিক অভিবাসী চুক্তি অনুমোদিত।

২২ ডিসেম্বরঃ- ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামি আগাত হানে।

২৭ ডিসেম্বরঃ- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ কার্যকর।

৩০ ডিসেম্বরঃ- একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত।

এই ছিল ডিসেম্বর মাসের শীর্ষ খবর।                                      

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: