Saturday, December 22, 2018

৪০ তম বিসিএস প্রস্তুতি-পার্ট-১



৪০ তম বিসিএস পরীক্ষার্থী ভাই,বোন,বন্দুগণ।
শুরুতেই আপমাদেরকে জানাই শুভেচ্ছা এবং সালাম।
আপনারা শুনলে অভাক হবেন অতীতের সব রেকর্ড ভেঙে ৪০তম বিসিএসে আবেদন করেছে প্রায় পৌনে ৫ লাখ(৫ লাখ ১৫ হাজার)প্রার্থী। বিসিএসের ইতিহাসে এটাই সর্বোচ্চ সংখ্যক প্রার্থীর আবেদন।

আজকে বিসিএস প্রীলিমিনারি সাধারণ বিজ্ঞানে(ভৌত বিজ্ঞান) আশা উপোযোগি কিছু এমসিকিউ দেয়া হলো। পর্যায়ক্রমে আরও দেওয়া হবে।


#ভৌত বিজ্ঞান


০১. আলোর প্রতিসরনের সূত্র আবিষ্কার করেন --- জার্মানির স্নেল

০২. উদ্ভিদের বৃদ্বি নির্ণায়ক যন্ত্র --- ক্রেসকোগ্রাফ।

০৩. স্টিফেন হকিং একজন --- তাত্ত্বিক পর্দাথবিদ ও মহাবিশ্বতত্ত্ববিদ।

০৪. বাতাসের আর্দ্রতা বেড়ে গেলে শব্দের বেগ --- বেড়ে যায়।

০৫. ছোট তরঙ্গদৈর্ঘের শব্দের দ্বারা ইমেজিংকে বলে --- আল্ট্রাসোনোগ্রাফি।

০৬. মানুষের শ্রাবতার সীমা --- ২০ Hz- 20000Hz।

০৭. পরমশূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন --- শূন্য।

০৮. সর্বাপেক্ষা দক্ষতাসম্পন্ন ইন্জিন --- বৈদ্যুতিক মোটর।

০৯. পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে --- বায়ুচাপ কম।

১০. শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায় কারণ --- বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম।

১১. সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গের দৈর্ঘ্যের বিকিরণ --- গামা রশ্নি।

১২. সূর্য এবং কাঠের আগুন থেকে নির্গত হয় যে রশ্মি --- অবোলোহিত রশ্মি।

১৩. অপটিক্যাল ফাইবার হচ্ছে --- খুব সরু এবং নমনীয় কাচ তন্তুর আলোক নল।

১৪. আকাশে রংধনু সৃষ্টির কারণ --- বৃষ্টির কণা।

১৫. ইলেকট্রনিক চক্ষু বলা হয় --- রাডারকে।

   

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: