Wednesday, February 6, 2019

শীতে ঠাণ্ডা শর্দি কাশির ঘরোয়া চিকিৎসা!!

শীতে ঠাণ্ডা শর্দি কাশির ঘরোয়া চিকিৎসা!!


শীত সঙ্গে করে নিয়ে এসেছে শীতের বিভিন্ন রোগবালাই। শীত এসেছে হিসেবে ঠান্ডা নিয়ে। আর ঠাণ্ডার সাধারণ কিছু সমস্যা, কাশি, জ্বর, গলাব্যথা, সর্দি এসময়ে অনেককেই আক্রমণ করছে। সাধারণ হলেও এর ভোগান্তি একেবারেই সাধারণ নয়। তাই ভোগান্তি কমাতে ঘরে বসেই ঠাণ্ডার রোগগুলোকে মোকাবেলা করুন।
মধু হতে পারে দারুণ পথ্য
মধু যে শুধু ত্বকের জন্য উপকারী, তা নয়। এটি গলার খুসখুসে ভাব কমিয়ে দ্রুত আরাম দেয়। মধু গরম বলেই ঠাণ্ডা প্রতিরোধ করতে পারে। হালকা গরম পানির সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন। এছাড়া আঙ্গুরের রসের সঙ্গে মধু মিশিয়ে। আবার চায়ে চিনির পরিবর্তে মধু দিয়ে খেতে পারেন। বয়স্ক মধুর সঙ্গে এক চামচ দারুচিনি গুঁড়া মিশিয়ে খেলেও বেশ উপকার পাবেন।
আদা খান রস করে
প্রাচীনকাল থেকেই ঠাণ্ডা, জ্বর, কাশি ও মাথাব্যথার জন্য আদার ব্যবহার হচ্ছে। আদা চা গলার কফ পরিষ্কার করে ও খুসখুসে ভাব কমায়। এছাড়াও আদার রসের সঙ্গে মধু মিশিয়ে কুসুম গরম করে দিনে তিনবার খেলে দ্রুত কাশি নিরাময় হবে।
রসুনের থেঁতো
রসুনে রয়েছে আলিসিন ও অন্যান্য অর্গানোসালফার উপাদান। এগুলো সংক্রমণকারী ভাইরাস ও ব্যাকটেরিয়ার নষ্ট করতে পারে। আপনার গলা বসে গেলে রসুন থেঁতো করে তাতে গরম পানি দিয়ে শরবত করে নিন। পাঁচ মিনিট পর মিশ্রণটি পান করলে ভালোবোধ করবেন।
লেবুর রস
ঠাণ্ডার সমস্যায় লেবুর কোনো বিকল্প নেই। লেবুতে রয়েছে সাইট্রিক এসিড যা ঠাণ্ডার বিরুদ্ধে কাজ করতে পারে। এজন্য লেবু চা খেতে পারেন। আবার অল্প গরম পানিতে মধু ও লেবুর রস মিশিয়ে খেলে আরামবোধ হয়। গলাব্যথা বা গলা বসে গেলে গরম পানিতে লেবুর রস ও সামান্য লবণ দিয়ে গড়গড়া করুন।

গোলমরিচ গুঁড়ো
গরম পানিতে এক চা চামচ গোলমরিচ গুঁড়োর সঙ্গে দুই চা চামচ মধু মিশিয়ে ১৫ মিনিট রেখে দিন। গোলমরিচের দানা নিচে জমা হলে আস্তে আস্তে পান করুন। দেখবেন ঠাণ্ডার সমস্যা কমে যাবে।
পেঁয়াজের রস
পেঁয়াজের রস কাশি নিরাময় করে। এজন্য পিয়াজ রস করে তাতে মধু দিয়ে খেতে পারেন। এছাড়াও খাবারের সঙ্গে কাঁচা পিয়াজ খেলেও উপকার পাওয়া যায়।
লবঙ্গ
কয়েক টুকরা লবঙ্গ সেদ্ধ পানিতে সামান্য লবণ মিশিয়ে কুসুম গরম থাকতে খেয়ে নিন। এটি ভীষণ উপকারী। এ ছাড়াও লবঙ্গ ও আদা পানিতে ১৫ মিনিট সেদ্ধ করে সেই পানি দিয়ে গড়গড়া করলেও উপকার পাবেন।
হলুদ মেশানো দুধ
হলুদে রয়েছে অ্যান্টিসেপটিক উপাদান। তাই হলুদ বিভিন্ন ভাইরাসজনিত ইনফেকশন সারাতে পারে। এজন্য গরম দুধের সঙ্গে খানিকটা হলুদ গুঁড়া মিশিয়ে নিন। রাতে ঘুমানোর আগে খেযে নিলে সর্দি ও গলাব্যথা থেকে মুক্তি মিলবে।

Tuesday, February 5, 2019

১৪ হাজার টাকায় নতুন লেপটপ!লুপে নিন।

১৪ হাজার টাকায় নতুন লেপটপ!লুপে নিন।


আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে সামনে রেখে দেশের নতুন অনলাইন শপ টেকপ্লাটুন নিয়ে এসেছে বিশেষ অফার। এ অফারের আওতায় মার্কিন প্রযুক্তি ব্র্যান্ড আইলাইফের নতুন টাচস্ক্রীন ল্যাপটপ পাওয়া যাবে ১৪ হাজার ২৯০ টাকায়।
১০.১ ইঞ্চির ১২৮০*৮০০ রেজুলেশনের মাল্টিটাচ আইপিএস ডিসপ্লের এই ডিভাইসটি কিবোর্ড থেকে খুলে ফেললেই এটি  ট্যাবলেট পিসি হিসাবে ব্যবহার করা যায়। টাচ স্ক্রীন সংবলিত জেড বুক ডবলিউ মডেলের ল্যাপটপটিতে থাকছে দেশজুড়ে ফ্রী হোম ডেলিভারির সুবিধা ।  সরাসরি দুবাই থেকে আমদানি করা আইলাইফের এই ল্যাপটপটি যে কোন বাংকের ডেবিট, ক্রেডিট কার্ড অথবা বিকাশের মাধ্যমে কেনা যাবে।
ল্যাপটপটি অনলাইনে কেনার ঠিকানা. https://techplatoon.com.bd/product/zed-book-w/ আইলাইফের প্রতিটি  পণ্যের সাথে আপনি পাচ্ছেন ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি।

Wednesday, January 30, 2019

এক অ্যাপেই মিলবে সব ধরনের রেলসেবা।

এক অ্যাপেই মিলবে সব ধরনের রেলসেবা।


ওয়ান স্টপ ডিজিটাল সেবা’র একটি অ্যাপেই মিলবে সব ধরনের রেলসেবা। অ্যাপটি তৈরির পর ২০২০ সালের এপ্রিল মাসে এটি উদ্বোধন করা হবে।
বুধবার রেলভবনে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এক বৈঠক শেষে এসব তথ্য জানান।
বৈঠকে জানানো হয়, আগামী এক বছরের মধ্যে রেলওয়ের জন্য তৈরি হবে এ অ্যাপটি।
রেলের বর্তমান সেবাকে আরও জনবান্ধব ও সহজ করার লক্ষ্যে আইসিটি বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ওয়ান স্টপ ডিজিটাল রেলওয়ে যাত্রী সেবার সিস্টেম ও মোবাইল অ্যাপ তৈরি এবং বাস্তবায়ন করবে।
এর পর এই অ্যাপের মাধ্যমেই ট্রেনের টিকিট বুকিং ও মূল্য পরিশোধ করে টিকিট সংগ্রহ, ট্রেনের অবস্থান জানা, ট্রেনের ভেতর খাবারের অর্ডার বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রেল পুলিশের সহযোগিতাসহ সব ধরনের সেবা পাওয়া যাবে।
পাশাপাশি এ পদ্ধতি যেন প্রতিবন্ধী ব্যক্তিরাও সহজে ব্যবহার করতে পারেন সেই ব্যবস্থাও থাকবে এই অ্যাপে।

Tuesday, January 29, 2019

Banglalink Offer || 3gb only 99 Tk.

Banglalink Offer || 3gb only 99 Tk.

বাংলালিংক গ্রাহকদের জন্য সুখবর। বাংলালিংক গ্রাহকরা এখন ৩জিবি ইন্টারনেট নিতে পারবেন ৯৯ টাকা দিয়ে।যার মেয়াদ হলো ৭দিন।

প্রথমে ডায়াল করুন *5000*799# অথবা রিচার্জ করুন ৯৯ টাকা। ব্যালেন্স জানতে ডায়াল *5000*500#.. .

ধন্যবাদ।      
মোবাইল চার্জ হবে মাত্র ৩৫ মিনিটে!!

মোবাইল চার্জ হবে মাত্র ৩৫ মিনিটে!!


স্মার্টফোন ব্যবহারকারীদের প্রতিনিয়ত চাহিদার কারণে ফোনগুলোতে যুক্ত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি আর উদ্ভাবনী ফিচার। যে স্মার্টফোনের যত বেশি গ্রাহকবান্ধব ফিচার তার চাহিদা ও সাফল্য ততই বেশি। গ্রাহকদের আস্থা অর্জনের জন্য প্রতিটি মোবাইল কোম্পানিই তাদের স্মার্টফোনে চমৎকার সব ফিচার নিয়ে হাজির হচ্ছে। এই দৌড়ে গুরুত্ব পাচ্ছে পারফরম্যান্স, ক্যামেরা, চার্জ আর স্টাইল।

গত কয়েক বছর ধরে স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো দ্রুত চার্জিং প্রযুক্তি নিয়ে বেশ কাজ করে যাচ্ছে, যেটাকে কোম্পানিগুলো বাজারে কুইক চার্জিং নামে পরিচিত করিয়েছে। সেই ধারাবাহিকতায়, চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো কুইক চার্জিং প্রযুক্তি উদ্ভাবনে বেশ এগিয়ে আছে। দ্রুত চার্জিং এর জন্য কিছুদিন অপো বাজারে নিয়ে আসে ভিওওসি প্রযুক্তি। এই প্রযুক্তিতে, সর্বোচ্চ ব্যাটারি চার্জিং শক্তি দিতে এতে ব্যবহার করা হয়েছে বাই-সেল ব্যাটারি ডিজাইন, যেটি প্রায় ৫০ ওয়াটের কাছাকাছি। ভিওওসি প্রযুক্তিতে ৩৫ মিনিটে ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়। অপো’র সাম্প্রতিক সব স্মার্টফোনে এই প্রযুক্তি রয়েছে। মাত্র ১০ মিনিটে ৪০% চার্জ করা সম্ভব। আর ১০০ ভাগ চার্জ হবে মাত্র ৩৫ মিনিটে।

এ বিষয়ে অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, সেলফি এক্সপার্ট এবং লিডার হিসেবে অপো সবসময় তরুণ প্রজন্মের সময় উপযোগী চাহিদা বুঝে সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী ফিচার সমৃদ্ধ স্মার্টফোন নিয়ে আসে। তারই অংশ হিসেবে অপো নিয়ে এসেছে সুপার ভিওওসি চার্জিং প্রযুক্তির স্মার্টফোন অপো আর১৭ প্রো। আমরা আশা করি, গ্রাহকরা অপো’র নতুন প্রযুক্তিসমূহ উপভোগ করবেন।’

অপো’র নতুন প্রযুক্তির ডিভাইসটি মোবাইল ফোনের ব্যাটারির জীবনকাল (লাইফস্পেন) বা কার্যকারিতার কোনো ক্ষতি না করে সফলভাবে নতুন স্মার্টফোনের সঙ্গে কাজ করতে পারে। ফলে বিশ্বব্যাপী ব্যাটারি নিয়ে যে সমস্যা বা দুশ্চিন্তা রয়েছে তার একটি চূড়ান্ত সফল সমাধান হবে বলে আশা করা যায়।
ফেসবুক দূর্নীতির তালিকায়!!

ফেসবুক দূর্নীতির তালিকায়!!


ফেসবুক বিশ্বের সবচেয়ে বড় দূর্নীতি করেছে বলে দাবি করেছেন ফেসবুক প্রতিষ্টাতা মার্ক জুকারবার্গ এর সহপাঠী অ্যারন গ্রিনস্প্যান।

"রিয়েলিটি চেক" নামে এক প্রতিবেদনে অ্যারন গ্রিনস্প্যান বলেন 'ভুয়া ফেসবুক আইডি নিয়ে কতটা ভোগান্তিতে পড়তে হয় তা ফেসবুক এতদিন বলে নি'। 
তিনি আরো বলেন "ফেসবুকের প্রায় ৫০ শতাংশ আইডি ভুয়া। যার ফলে গ্রাহকরা প্রতিনিয়তই বিভিন্নভাবে প্রতারণা,লাঞ্চনার শিকার হচ্ছে"।
 তবে ফেসবুক গ্রিনস্প্যানের অভিযোগটি মিথ্যা বলে আখ্যায়িত করেছে।   

Monday, January 28, 2019

ডেলিভারী শুরু করলো স্কাউট রোবট!!

ডেলিভারী শুরু করলো স্কাউট রোবট!!


গ্রাহকের দরজায় ডেলিভারির জন্য নতুন রোবট নিয়ে এল ই-কমার্স জায়েন্ট অ্যামাজান।  আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেল শহরতলিতে এই রোবট পরীক্ষামুলকভাবে চালাবে প্রতিষ্ঠানটি।
নীল রঙের এই রোবটে থাকছে ছয়টি চাকা। পাশে থাকছে কোম্পানির লোগো। কোম্পানি জানিয়েছে ফুটপাথ দিয়ে গিয়ে গ্রাহকের দরজায় ডেলিভারি করতে পারবে এই রোবট।
কোম্পানি জানিয়েছে, পরীক্ষার সময় এই রোবটের সাথে একজন কর্মী থাকবেন। তবে কীভাবে এই রোবট কাজ করবে তা জানায়নি অ্যামাজান।
ইতিমধ্যেই একাধিক কোম্পানি বিভিন্ন কলেজ ক্যাম্পাসে এই ধরনের রোবট দিয়ে পরীক্ষামুলকভাবে খাবার ডেলিভারি করছে।
অ্যামাজান জানিয়েছে স্কাউট নামের এই রোবট ফুটপাথে পথচারি বা কুকুরকে ধাক্কা মারবে না।