Sunday, January 13, 2019

সৌরজগতের শেষ সীমানায় নতুন গোলাপী গ্রহের সন্ধান।

সৌরজগতের শেষ সীমানায় নতুন গোলাপী গ্রহের সন্ধান।


আমাদের সৌরজগতের একদম শেষ প্রান্তে নতুন এক বামন গ্রহ খুঁজে পাওয়া গেছে। গোলাপি রঙের ছোট্ট এই জ্যোতিষ্ককে ডাকা হচ্ছে ‘ফারআউট’ নামে।
সূর্য থেকে ১১.১৫ বিলিয়ন মাইল দূরে অবস্থিত এই জ্যোতিষ্কের বৈজ্ঞানিক নাম ২০১৮ ভিজি১৮। তার ব্যাস ৫০০ কিলোমিটার মাত্র। সাধারণত যেসব জ্যোতিষ্কের বরফ বেশি থাকে সেগুলোর রঙ এমন গোলাপি ধাঁচের হয়। পৃথিবী থেকে সূর্যের দুরত্বকে বলা হয় এক এইউ (AU)। সে হিসেবে প্লুটো গ্রহটি ৩৪ এইউ দূরে, এবং ফারআউট ১২০ এইউ।

১০ নভেম্বর ফারআউটকে খুঁজে পাওয়া গেছে জাপানের সুবারু টেলিস্কোপের সাহায্যে। হাওয়াইইয়ের মনা কিয়ায় অবস্থিত এই টেলিস্কোপ। এর ব্যাপারে তেমন কিছু এখনো জানা জায়নি। শুধু এর বিশাল দুরত্ব, সম্ভাব্য ব্যাস ও রঙের বিষয়ে নিশ্চিত গবেষকরা। ফারআউট বামন গ্রহের দলে পড়ে। সে সূর্য থেকে এত দূরে থাকার কারণে সূর্যকে প্রদক্ষিণ করে খুবই ধীরে। একবার সূর্যের চারপাশের ঘুরে আসতে তার প্রায় ১ হাজার বছর লেগে যায়।
প্লুটো পার হয়েও সৌরজগতের অংশ হয়ে আছে, এমন জ্যোতিষ্কের তালিকায় নতুন সংযুক্ত হলো ফারআউট। নেপচুন গ্রহের পর সৌরজগতে যা আছে তাদেরকে ট্রান্স-নেপচুনিয়ান অবজেক্ট (টিএনও) বলে। সৌরজগতের প্রান্তে কী পরিস্থিতি রয়েছে তার বিষয়ে গবেষকদের জানতে সাহায্য করে এসব জ্যোতিষ্ক।

সৌরজগতের অন্য যে কোণ জ্যোতিষ্কের তুলনায় বেশি দূরে ও বেশি ধীরে চলে ফারআউট। তাই আরও কয়েক বছর সময় লাগবে এর কক্ষপথ নির্ধারণ করতে। অন্যান্য টিএনও’র মতোই আচরণ করতে পারে এই বামন গ্রহটি। তাদের আচরণ থেকে গবেষকরা ধারণা করেন, এখনো আমাদের অজানা একটি নবম গ্রহ রয়ে গেছে সৌরজগতের প্রান্তে। এই গ্রহ আকারে অনেক বড় বলে তারা ধারণা করেন। ওই গ্রহের দ্বারাই প্রভাবিত হয় এসব ছোট ছোট টিএনও।
সুত্র: আইএফএলসায়েন্স
বন্যা ঠেকাতে সুড়ঙ্গ তৈরি জাপানের!!

বন্যা ঠেকাতে সুড়ঙ্গ তৈরি জাপানের!!


বন্যার কবল থেকে বাঁচতে ৬.৩ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড টানেল নির্মাণ করেছে জাপান। টোকিওতে সুড়ঙ্গটির ভিত্তি গড়ে তোলা হয়েছে প্রায় ৫০০ টন ওজনের ভারি পিলারের সাহায্যে। সিঙ্গাপুরের লি কুয়ান স্কুল অব পাবলিক পলিসির গবেষক সিসিলিয়া তর্তাজাদার আশা, টোকিও শহরের বন্যা সমস্যার সমাধান করতে অনেকটাই সাহায্য করবে এই টানেল।
টানেলটি নির্মাণে করতে খরচ হয়েছে প্রায় ১৪ হাজার কোটি টাকা। সময় লেগেছে প্রায় ১৩ বছর। এই সুড়ঙ্গে বন্যার পানি ধরে রাখতে বিশালাকার ৫টি ট্যাঙ্কের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও রয়েছে ১৩ হাজার পাওয়ার মোটর। সাইক্লোন ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ জাপানে প্রায় নিত্যনৈমিত্তিক ঘটনা। সম্প্রতি বেড়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব।

Saturday, January 12, 2019

Sonali Bank Limited Exam result 2019.

Sonali Bank Limited Exam result 2019.



ব্যাংকার্স সিলেকশন কমিটির সচিবালয়ের তত্তাবধানে সোনালী ব্যাংক লিমিটেড এর কর্মকর্তা এর ৮১০ টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে বিগত ২০/৪/২০১৮ তারিখে অনুষ্ঠিত লিখিত এবং ২/০৮/২০১৮ থেকে ৩০/১০/২০১৮ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত মৌখিক পরিক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয়ে প্রণীত তালিকা  হতে নিম্ন বর্নিত রোল নম্বর ধারী ৮১০ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।


Friday, January 11, 2019

জ্ঞান-বিজ্ঞানের জানা অজানা-০২

জ্ঞান-বিজ্ঞানের জানা অজানা-০২


জ্ঞান-বিজ্ঞানের জানা অজানা প্রথম পর্বে আপনাদের স্বাগতম।আমরা এই নিয়ে ক্রমান্বয়ে পোস্ট করবো।আশা করি আপনারা আমাদের উৎসাহ প্রধান করবেন।  জ্ঞান বিজ্ঞানের পর্ব গুলো মূলত বিজ্ঞানের বিভিন্ন প্রশ্ন নিয়ে সাজানো।আজকে আমরা এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলো বিশেষ করে যারা ছাত্র আছো তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ।

০১. ইলিশ মাছ কেন নদীতে আসে?
সমাধানঃ- ইলিশ মাছ ডিম ছাড়ার জন্য নদীতে আসে।

ইলিশ সামুদ্রিক মাছ তথা লবণাক্ত পানির মাছ হলেও ডিম ছাড়ার সময় নদীতে আসে। কারন সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণে লবণ থাকে, যা ডিম নষ্ট করে ফেলে। ফলে ঐ ডিম থেকে পোনা মাছ তৈরি হতে পারে না। তাই প্রকৃতির নিয়মেই ইলিশ ডিম ছাড়ার জন্য নদীর মিঠা পানিতে আসে। 

০২. পানিকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন??
সমাধানঃ- পানি সব রকমের পদার্থ দ্রবীভূত করতে পারে বলে পানিকে সর্বজনীন দ্রাবক বলা হয়।

পানি একটি দ্রাবক পদার্থ। কারণ পানি বিভিন্ন প্রকার দ্রব্যকে দ্রবীভূত করতে পারে এবং দ্রবণ তৈরি করতে পারে।পানি যেমন অজৈব যৌগকে দ্রবীভূত করতে পারে তেমনি জৈব যৌগকে দ্রবীভূত করতে পারে। প্রায় সকল পদার্থকে দ্রবীভূত করতে পারে বলেই পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়।


আগামী পর্বে আরো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো।
ধন্যবাদ           

Thursday, January 10, 2019

সিডিডিএল নৌবাহিনী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক/ শিক্ষিকা পদে নিয়োগ বিজ্ঞপ্তি

সিডিডিএল নৌবাহিনী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক/ শিক্ষিকা পদে নিয়োগ বিজ্ঞপ্তি


সিডিডিএল নৌবাহিনী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক/ শিক্ষিকা পদে নিয়োগ বিজ্ঞপ্তি.....

শেষ তারিখঃ- ২০ জানুয়ারি ২০১৯।
যোগ্যতাঃ- স্নাতক/স্নাতক ডিগ্রী।

বিস্তারিত সার্কুলার এ দেখে নিন।

সার্কুলার এ দেখতে সমস্যা হলে নিচ থেকে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে পড়তে পারেন।সাইজ ২০ কেবি।
http://cddl.gov.bd/wp-content/uploads/2016/04/School-Teacher-Advertisement-1.pdf

ধন্যবাদ।
      

Wednesday, January 9, 2019

জ্ঞান-বিজ্ঞানের জানা অজানা-০১

জ্ঞান-বিজ্ঞানের জানা অজানা-০১


জ্ঞান-বিজ্ঞানের জানা অজানা প্রথম পর্বে আপনাদের স্বাগতম।আমরা এই নিয়ে ক্রমান্বয়ে পোস্ট করবো।আশা করি আপনারা আমাদের উৎসাহ প্রধান করবেন।  জ্ঞান বিজ্ঞানের পর্ব গুলো মূলত বিজ্ঞানের বিভিন্ন প্রশ্ন নিয়ে সাজানো।আজকে আমরা এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলো বিশেষ করে যারা ছাত্র আছো তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ।


০১. জাঙ্ক পুড ক্ষতিকর কেন??
উত্তরঃ- জাঙ্ক পুডে অতিরিক্ত রাসায়নিক পদার্থসহ চর্বি ও চিনি থাকায় এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
জাঙ্ক ফুড বা ফাস্ট পুড হচ্ছে এমন এক ধরনের খাবার যার স্বাস্থ্যগত মূল্যের চেয়ে মুখরোচক স্বাদ বেশি।
জাঙ্ক ফুডে অতিরিক্ত রাসায়নিক পদার্থ থাকে যা দেহে জটিল রোগের সৃষ্টি করে।
এ ছাড়া এতে অতিরিক্ত প্রাণিজ চর্বি ও চিনি থাকে।এর ফলে জাঙ্ক ফুড খেলে বাড়ন্ত বয়সের ছেলে-মেয়েরা স্থুলকায় হয়ে পড়ে।
মূলত এসব কারনেই জাঙ্ক ফুড মানবদেহের জন্য ক্ষতিকর।

০২.ড্রাগের উপর কোনো ব্যক্তির নানাভাবে জাগতে পারে কেন??
 উত্তরঃ- ড্রাগ এমন সব পদার্থ যা জীবিত প্রাণী গ্রহণ করলে তার এক বা একাধিক স্বাভাবিক আচরণের পরিবর্তন আসে। ড্রাগের উপর কোনো ব্যক্তির আসক্তি নানাভাবে জাগতে পারে। যেমন-কৌতূহল,সঙ্গদোষ,হতাশা দূর করার জন্য,মানসিক যন্ত্রণা লাঘব করার জন্য,নিজেকে বেশি কার্যক্ষম করার উদ্দেশ্য,পরিবারের অশান্তি এবং পারিবারিক অভ্যাসগত কারণে।বাব মা কোনো মাদকে আসক্তি থাকলে তার সন্তান ওই মাদকে আসক্ত হওয়ার সম্ভাবনা থাকে।

এই দুটি প্রশ্ন সাম্প্রতিক অতি কমন বিষয় হয়ে দাড়িয়েছে।অনেকেই এই দুটো প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন তাই দুটো প্রশ্নের উত্তর দিলাম।
আগামী পর্বে আরো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো।                                                       

Tuesday, January 8, 2019

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC)- প্রশ্ন সমাধান ২০১৮।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC)- প্রশ্ন সমাধান ২০১৮।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC)-প্রশ্ন সমাধান ২০১৮।
পদঃ- উপ-পরিদর্শক।
পরিক্ষাঃ- ০৭-১২-২০১৮।

০১. সর্বনাম ও ক্রিয়া পদ।
০২. ষ+ণ।
০৩. কর্মধারয়।
০৪. মুমুক্ষু।
০৫. নগেন্দ্র।
০৬. বিদ্যুৎ।
০৭. সুধী + ইন্দ্র।
০৮. গিন্নী।
০৯. চতুর।
১০. নিত্যবৃত্ত অতীত।
১১. শ্রদ্ধাস্পদাসু।
১২. সাহেবান।
১৩. উপসর্গের।
১৪. মিশ+উক।
১৫. প্রিয়ংবদা অযথার্থ।
১৬. জিহীর্ষা।
১৭. কলাপী।
১৮. সঠিক উত্তর শুচিস্মিতা।
১৯. ব্যাখা বিশ্লেষণ।
২০. অপাদানে সপ্তমী।
২১. aggravate .
২২. Miscellaneous.
২৩. খ ও ঘ দুটোই সঠিক।
২৪. by.
২৫. Loyal.
২৬. Imposter.
২৭. Lucid.
২৮. Pedestrian.
২৯. With.
৩০. To Going.
৩১. Realised.
৩২. Euphony.
৩৩. Take.
৩৪. To stay.
৩৫. Introvert.
৩৬. ১২।
৩৭. ৯ সে.মি।
৩৮. ৭৫
৩৯. ৭.৬৮
৪০. ১৭.৩২
৪১. ১৫০%
৪২. ৪৬০০
৪৩. সমকোণী।
৪৪. ০.৪৫
৪৫. ১
৪৬. ৪
৪৭. -১৮
৪৮. x+1
৪৯. ৩০৮
৫০. প্রশ্নে ৫/৪ এর স্হলে ৪/৫ হলে উত্তর হবে ৫।
৫১. ৪
৫২. মিথেন।
৫৩. গ্রিস।
৫৪. ভারত।
৫৫. মণিপুর।
৫৬. ফ্রান্স।
৫৭. ১৯৪৪
৫৮. ২৬ জুন।
৫৯. ইটালিয়ান।
৬০. ফাংগাস।
৬১. ৩৫ জন।
৬২. মাওলানা ভাসানী।
৬৩. ৬ ডিসেম্বর ১৯৯৭।
৬৪. ৩ মার্চ ১৯৭১
৬৫. রবীন্দ্রনাথ ঠাকুর।
৬৬. ১৯৭২
৬৭. ধ্রুব।
৬৮. লাহোর।
৬৯. ১৯৫৮.
৭০. ল্যাকটোজ।