Wednesday, January 9, 2019

জ্ঞান-বিজ্ঞানের জানা অজানা-০১


জ্ঞান-বিজ্ঞানের জানা অজানা প্রথম পর্বে আপনাদের স্বাগতম।আমরা এই নিয়ে ক্রমান্বয়ে পোস্ট করবো।আশা করি আপনারা আমাদের উৎসাহ প্রধান করবেন।  জ্ঞান বিজ্ঞানের পর্ব গুলো মূলত বিজ্ঞানের বিভিন্ন প্রশ্ন নিয়ে সাজানো।আজকে আমরা এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলো বিশেষ করে যারা ছাত্র আছো তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ।


০১. জাঙ্ক পুড ক্ষতিকর কেন??
উত্তরঃ- জাঙ্ক পুডে অতিরিক্ত রাসায়নিক পদার্থসহ চর্বি ও চিনি থাকায় এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
জাঙ্ক ফুড বা ফাস্ট পুড হচ্ছে এমন এক ধরনের খাবার যার স্বাস্থ্যগত মূল্যের চেয়ে মুখরোচক স্বাদ বেশি।
জাঙ্ক ফুডে অতিরিক্ত রাসায়নিক পদার্থ থাকে যা দেহে জটিল রোগের সৃষ্টি করে।
এ ছাড়া এতে অতিরিক্ত প্রাণিজ চর্বি ও চিনি থাকে।এর ফলে জাঙ্ক ফুড খেলে বাড়ন্ত বয়সের ছেলে-মেয়েরা স্থুলকায় হয়ে পড়ে।
মূলত এসব কারনেই জাঙ্ক ফুড মানবদেহের জন্য ক্ষতিকর।

০২.ড্রাগের উপর কোনো ব্যক্তির নানাভাবে জাগতে পারে কেন??
 উত্তরঃ- ড্রাগ এমন সব পদার্থ যা জীবিত প্রাণী গ্রহণ করলে তার এক বা একাধিক স্বাভাবিক আচরণের পরিবর্তন আসে। ড্রাগের উপর কোনো ব্যক্তির আসক্তি নানাভাবে জাগতে পারে। যেমন-কৌতূহল,সঙ্গদোষ,হতাশা দূর করার জন্য,মানসিক যন্ত্রণা লাঘব করার জন্য,নিজেকে বেশি কার্যক্ষম করার উদ্দেশ্য,পরিবারের অশান্তি এবং পারিবারিক অভ্যাসগত কারণে।বাব মা কোনো মাদকে আসক্তি থাকলে তার সন্তান ওই মাদকে আসক্ত হওয়ার সম্ভাবনা থাকে।

এই দুটি প্রশ্ন সাম্প্রতিক অতি কমন বিষয় হয়ে দাড়িয়েছে।অনেকেই এই দুটো প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন তাই দুটো প্রশ্নের উত্তর দিলাম।
আগামী পর্বে আরো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো।                                                       

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

1 comment: