Saturday, January 26, 2019

গণিত শাস্ত্রে যাদের বিশেষ অবদান ছিল।


বিশ্বের সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত অনেক গণিতবিদ জন্ম হয়েছে তাদের প্রত্যেকের কাছেই আমরা কৃতজ্ঞ। তবে শ্রেষ্ট প্রথম ১০ জন গণিতবিদের নাম নিচে আলোচনা করা হলো।

১.আর্কিমিডিস (সর্বকালের শ্রেষ্ট গণিত - পদার্থবিদ, খ্রিস্ট পূর্ব ২১২-২৮৭)।

২. স্যার আইজাক নিউটন (সর্বকালের শ্রেষ্ট গণিত - পদার্থবিদ, ১৬৪৩-১৭২৭)।

৩. যোহান কার্ল ফ্রেডরিচ গাউস (সর্বকালের শ্রেষ্ট গণিত যুবরাজ, ১৭৭৭-১৮৮৫)।

৪. নিউনার্দো অয়লার (সুইজারল্যান্ড - রাশিয়ার শ্রেষ্ট গণিতবিদ, ১৭০৭-১৭৮৩)।

৫. আলবার্ট আইনস্টাইন (জার্মানির জগৎখ্যাত তাত্ত্বিক গণিত - পদার্থবিদ)।

৬. আল খোয়ারেজমি (এ্যালজাবরার জনক আরব গণিত সম্রাট,৭৮০-৮৫০)।

৭. ইউক্লিড (জ্যামিতির জনক শ্রেষ্ট মিশরীয় গণিতবিদ,  ৩২৫-২৬৫)।

৮. কার্ল পিয়ারসন(ইংল্যান্ডের শ্রেষ্ট গণিত - পরিসংখ্যানবিদ, ১৮৫৭-১৯৩৬)।

৯. রেনে দেকার্তে(স্থানাংক জ্যামিতির জনক ফেন্স গণিত - দার্শনিক, ১৫৯৬-১৬৫০)।

১০. জর্জ ক্যান্টর(রাশিয়ার বিখ্যাত সেটতত্ত্বের জনক গণিত - দার্শনিক, ১৮৪৫-১৯১৮)।                          

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: