Thursday, December 20, 2018

নতুন সংজ্ঞায় কিলোগ্রাম

১ কিলোগ্রাম=১০০০ গ্রাম---আমরা প্রায় সবাই জানি।এখন আমরা জানবো কখন,কিভাবে এটি সংজ্ঞায়িত হয়েছিল এবং কেন এটি নতুন করে  সংজ্ঞায়িত করা হবে।বিস্তারিত জানতে পুরো পোস্টটি পড়ার অনুরোধ রইলো।



১৮৮৯ সালে ফ্রান্সের প্যারিসে রক্ষিত প্লাটিনাম-ইরিডিয়ামের সংকর ধাতুর একটি সিলিন্ডারকে কিলোগ্রামের নমুনা হিসেবে ধরা হয়েছিল।সেই ভরের সাপেক্ষেই এত দিন সংজ্ঞায়িত করা হতো কিলোগ্রামকে। কিন্তু ২০ মে ২০১৯ বিশ্ব ওজন দিবসে বদলে যাবে কিলোগ্রামের সেই  সংজ্ঞা।


১৬ নভেম্বর ২০১৮ ফ্রান্সে অনুষ্টিত ওজন এবং পরিমাপ বিষয়ক ২৬তম সম্মেলনে ৬০ দেশের প্রতিনিধিরা কিলোগ্রামের নতুন সংজ্ঞার পক্ষে রায় দেন। এর ফলে Le Grand K'র ওজন থেকে নয়,কিলোগ্রামকে সংজ্ঞায়িত করা হবে বৈদ্যুতিক তরঙ্গের আলোকে।


Le Grand K কী??
---------------------------

কাচের একটা জার, তার ভোতর আরেকটা ছোট জার,  তারও ভেতর আরও খানিকটা ছোট জার এবং তার ধাতব একটা পিন্ড। ফান্সের স্যাভ্রেতে Le Grand K বা Big K নামে পরিচিত এ পিন্ডটাই এতদিন কিলোগ্রাম বা এক কেজি ভরের মুল মান হিসেবে বিবেচিত হতো। বাড়ির বাজারে  যে বাটখারায় এক কেজি মাপা হয় সেগুলো ঐ Big k'র (কিলোগ্রাম 'কে' ) নকল কপি।   


কেন পরিবর্তন???---
-----------------------

Big k পিন্ডটা যেন কোনোভাবে ধুলাবালি, হাচি-কাশির সংস্পর্শে না আসে, সে জন্য ওরকম এিস্তরী জারের ভেতর পুরে রাখা হতো। কিন্তু দীর্ঘদিনের ব্যাবদানে যখন বের করা হয়েছে,তখন দেখা গেছে কিছুটা ভর হারিয়েছে দ্বিধাতব পিন্ডটা। মুলত এ কারনেই হাতে তৈরি কিলোগ্রামকে বদলে নিখুত এক মাপজোক পদ্ধতি গ্রহন করতে নেয়া হচ্ছে প্রকৃতির সাহায্য।।।



পোস্টটি আমি সম্পুর্ণ নিজের ভাষায় লেখার চেষ্টা করেছি। যদি কোথাও ভুল এুটি চোখে পড়ে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই।আর আমার জন্য দোয়া করবেন যাতে আরও বেশি করে পোস্ট দিতে পারি।
আল্লাহ হাফেজ।।।।         

   
    

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: