Sunday, December 23, 2018

BCS প্রস্তুতি ২০১৮ - পর্ব -২


আজকে বিসিএস প্রীলিমিনারি সাধারণ বিজ্ঞানে(ভৌত বিজ্ঞান) আশা উপোযোগি কিছু এমসিকিউ দেয়া হলো। পর্যায়ক্রমে আরও দেওয়া হবে।

#ভৌত বিজ্ঞান

০১. রেশম পোকার চাষকে বলা হয় ---- সেরিকালচার।

০২. মাশরুম এক ধরনের --- ফাজ্ঞাস।

০৩. দুধকে জীবাণুমুক্ত করতে যে পদ্ধতি ব্যবহৃত হয় --- পাস্তুরাইজেশন।

০৪. আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু --- ৪ প্রকার।

০৫. মাইটোকন্ড্রিয়ায় প্রোটিন রয়েছে --- শতকরা ৭৩ ভাগ।

০৬. কোষের মস্তিষ্ক বলা হয় --- নিউক্লিয়াসকে।

০৭. DNA এর অবকাঠামো হিসেবে কাজ করে --- জিন।

০৮. উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান --- ১০ টি।

০৯. পাতার সাহায্যে বংশবৃদ্ধি করে --- পাথরকুচি।

১০. ফল পাকার জন্য দায়ী --- ইথিলিন।

১১. রক্ত জমাট বাধায় অংশ নেয় --- থ্রম্বোসাইট।

১২. বিলিরুবিন তৈরি হয় --- প্লীহায়

১৩. নারভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে বলা হয় --- নিউরন।

১৪. মানুষের লালারসে যে এনজাইম থাকে --- টায়ালিন।

১৫. মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ --- ত্বক।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: